ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগেও নেই লেভানদোভস্কি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:০৯, ৮ এপ্রিল ২০২১
পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগেও নেই লেভানদোভস্কি

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে প্যারিস সেন্ত জার্মেইর কাছে ৩-২ গোলে হার। শিরোপা হাতে রাখতে আগামী ১৩ এপ্রিল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতেই হবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে খারাপ খবর শুনতে হলো বায়ার্ন মিউনিখকে। ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে পরের ম্যাচেও তারা পাচ্ছে না তাদের শীর্ষ গোলদাতা রবার্ট লেভানদোভস্কিকে।

হাঁটুর চোট নিয়ে বুধবার (৭ এপ্রিল) প্রথম লেগে ছিলেন না লেভানদোভস্কি। সুস্থ হতে এখনও সময় লাগবে। তাই দ্বিতীয় লেগও খেলবেন না নিশ্চিত করলেন স্কাই স্পোর্টসকে, ‘না, (পরের সপ্তাহ) অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মাঠে ফেরার জন্য আমি সবকিছু করবো। কিন্তু যখন সত্যিই ভালো লাগবে ও নিরাপদ বোধ করবো তখনই কেবল ফিরবো। বাসায় বসে থাকতে ভালো লাগছে না।’

আরো পড়ুন:

বায়ার্নের স্ট্রাইকার আন্তর্জাতিক বিরতিতে পোল্যান্ডের হয়ে খেলার সময় চোট পান। এই ম্যাচের আগে দলের তৃতীয় শীর্ষ গোলদাতা সের্গে জিনাব্রিকে হারায় বাভারিয়ানরা। করোনায় আক্রান্ত হন জার্মান ফরোয়ার্ড। তাতে সুযোগ পান এরিক মাক্সিম চোপু-মোতিং। গোলও করেছেন তিনি। দ্বিতীয় লেগেও তাকে নিয়ে দল সাজাতে হবে বায়ার্নকে।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়