ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওপেনিংয়ে নেমে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রিজওয়ান 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১১:২৯, ১১ এপ্রিল ২০২১
ওপেনিংয়ে নেমে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রিজওয়ান 

ইনিংসের শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলে ক্যাচ মিসে ২ রান নেন ফাহিম, পরের বলেই আউট। এমন রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকা রিজওয়ানের ইনিংসের পর হাসান আলীর ব্যাটে জয় নিশ্চিত করে পাকিস্তান। 

শনিবার (১০ এপ্রিল) জোহেন্সবার্গে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে দক্ষিণ আফ্রিকা। টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৪ উইকেটে পাকিস্তান জয় নিয়ে মাঠ ছাড়ে। 

ওপেনিংয়ে নামা রিজওয়ান  ছিলেন সফরকারীদের জয় পর্যন্ত। তিনি ৫০ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩ বলে ৯ রান করে অপরাজিত থাকেন হাসান আলী। 

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ৩০ আসে ফাহিম আশরাফের ব্যাট থেকে। এ ছাড়া বাবর আজম ২৭, ফখর জামান ১৩ ও হায়দার আলী ১৪ রন করেন। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হ্যান্ডরিকস। 

এর আগে অ্যাইডেন মার্করাম ও হ্যানরিক ক্লাসেনের হাফসেঞ্চুরিতে ভর করে ১৮৮ রান করে পাকিস্তান। মার্করাম ৫০ ও ক্লাসেন করেন ৫১ রান। এ ছাড়া পিট ভ্যান বিলজন ৩৪ ও মালান ২৪ রান করেন। 

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন হাসান আলী ও মোহাম্মদ নেওয়াজ। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়