ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

নাগেলসমান কোচ হওয়ায় রোমাঞ্চিত লেভানদোভস্কি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:০৩, ২৮ এপ্রিল ২০২১
নাগেলসমান কোচ হওয়ায় রোমাঞ্চিত লেভানদোভস্কি

বায়ার্ন মিউনিখে হ্যান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হচ্ছেন হুলিয়ান নাগেলসমান। ৩৩ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তির ঘোষণায় রোমাঞ্চিত বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। তার মতে, বর্তমান আরবি লাইপজিগ কোচ তার কোচিং ক্যারিয়ারের শুরুতেই প্রত্যাশা ছাড়িয়ে গেছেন।

পাঁচ বছরের জন্য অ্যালিয়েঞ্জ এরেনায় চুক্তি করেছেন নাগেলসমান। ২০১৬ সালে ২৮ বছর বয়সে বুন্দেসলিগার সর্বকনিষ্ঠ কোচের মর্যাদা পান হফেনহেইমে যোগ দিয়ে। দলটিকে তোলেন চ্যাম্পিয়নস লিগে। এরপর প্রথম মৌসুমেই লাইপজিগকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান। আর শীর্ষ লিগে তার দল শেষ করে তৃতীয় হয়ে।

নতুন কোচকে নিয়ে স্পোর্ত বিল্ডের কাছে বায়ার্ন স্ট্রাইকার বললেন, ‘আমি হুলিয়ান নাগেলসমানকে ভালোভাবে চিনি না। কিন্তু তিনি সবসময় তার দলগুলোকে এমন পর্যায়ে নিয়ে যান, যা কল্পনাও করা যায় না। নাগেলসমানের দলগুলোর পারফরম্যান্স বলতে গেলে প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একজন খেলোয়াড়ের গুণাবলীর চেয়েও বেশি কিছু এটা।’

বিদায়ী কোচ ফ্লিককে নিয়েও কথা বললেন লেভানদোভস্কি। ৫৬ বছর বয়সীর সঙ্গে এতদিন সম্পর্কটা উপভোগ করেছেন পোলিশ স্ট্রাইকার, ‘তিনি শুধু একজন সেরা কোচই নন, অসাধারণ ব্যক্তি। ব্যক্তিগত ব্যাপার নিয়েও তার সঙ্গে কথা বলা যায়। হ্যান্সি ফ্লিকের সঙ্গে আমরা ঐতিহাসিক কিছু অর্জন করেছি। সময়টা ছিল বায়ার্নে আমার জন্য সেরা। কী প্রত্যাশা করেন সেই ব্যাপারে সবসময় স্পষ্ট পরিকল্পনা দিতেন আমাদের।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়