ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকা লিগে ক্রিকেটানন্দ

সাইফুল ইসলাম রিয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৩০ মে ২০২১  
ঢাকা লিগে ক্রিকেটানন্দ

দেশের ক্রিকেটে উৎসবের আমেজ, আন্তর্জাতিক বড় কোনও টুর্নামেন্টকে ঘিরে নয়। ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে ক্রিকেটারদের মাঝে অনাবিল আনন্দ। দেশের অসংখ্য ক্রিকেটারদের মাঝে মাত্র ১১ জনের জোটে জাতীয় দলে খেলার ভাগ্য। আর বাকিরা কাটিয়ে দেন ঘরোয়া ক্রিকেট খেলেই। তার মধ্যে অন্যতম এই ঢাকা লিগ, যে লিগের ঐতিহ্য দিগন্তবিস্তৃত। দেশ ছাড়িয়ে বিদেশেও যার অযুত-নিযুত সুনাম।

জাতীয় দলের বাইরে অধিকাংশ ক্রিকেটারের রুটি-রুজির পথ এই লিগ। করোনাভাইরাসের হানায় প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল ঘরোয়া ক্রিকেটের এসব আসর। বায়ো-বালের মধ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপ-বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ আয়োজিত হলেও বেশিরভাগ ক্রিকেটারই সুযোগ পাননি। মার্চে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হলেও করোনার হানায় দুই রাউন্ড পরেই বন্ধ হয়ে যায়।

বরাবরের মতো এবারের ঢাকা লিগের স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নাম ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন।’ 

সোমবার (৩১ মে) থেকে তিনটি ভেন্যুতে শুরু হচ্ছে ডিপিএল। প্রথম পাঁচ রাউন্ডের খেলা শেষ হবে ৬ জুন। তিন ভেন্যুতে প্রতিদিন থাকছে ছয়টি করে ম্যাচ। প্রথমটি শুরু হবে সকাল ৯টায়, আরেকটি দুপুর দেড়টায়। খেলাগুলো হবে মিরপুরের শের-ই-বাংলায় এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

ঢাকার পাঁচটি হোটেলে ক্রিকেটারদের রাখা হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। পুরো টুর্নামেন্ট আয়োজিত হবে এই জৈব সুরক্ষিত পরিবেশে। এ ব্যাপারে কঠোর অবস্থানে আয়োজক সিসিডিএম। করোনাকালে ডিপিএল আয়োজনে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। রাইজিংবিডিকে মুঠোফোনে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঘরোয়া ক্রিকেটের তারকা ও অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান।

‘প্রথমে করোনাকালে লিগটি আয়োজনের জন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই। আসলে এটাই আমাদের রুটি-রুজি। দীর্ঘদিন আমরা খেলার মধ্যে ছিলাম না। আমিও অনেক খুশি। আসলে শুধু আমি না, সব ক্রিকেটাররাই অনেক খুশি লিগ আয়োজন নিয়ে। এখন আমাদের লক্ষ্য ভালো খেলে নিজেদের প্রমাণ করা।‘

মোহামেডানের ক্রিকেটার শামসুর রহমান শুভ বলেন, ‘এটা (ডিপিএল) খুবই ভালো উদ্যোগ। দেখেন আমরাও কিন্তু মাঠে ফেরার অপেক্ষায় ছিলাম। খেলতে না পারলে শুধু আর্থিক না আমাদের ক্রিকেটটাও ক্ষতি হয়। এখানে আমি বিসিবি, ক্লাব ও সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাবো।’

ডিপিএলে অংশগ্রহণকারী দল হলো ১২টি- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেটার্স ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়ন, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

প্রথম রাউন্ডের খেলায় মাঠে নামবে ১২টি দল। মিরপুরে সকাল ৯টায় আবাহনী লড়বে পারটেক্সের বিপক্ষে, বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ-ওল্ড ডিওএইচএস ও বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স-দোলেশ্বর মাঠে। দুপুর দেড়টায় মিরপুরে শেখ জামাল-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ ও বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান-শাইনপুকুর।

প্রথম আবাহনীর প্রতিপক্ষ দুর্বল পারটেক্স। প্রায় জাতীয় দল আবাহনীর মোহাম্মদ সাইফউদ্দিন জানালেন তারা জয় দিয়ে শুরু করতে চান। মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেন, ‘তাদের (পারটেক্স) হালকাভাবে নেওয়ার কিছু নেই। ঘরোয়া ক্রিকেটে সবাই ভালো খেলে। অনেকদিন ধরে খেলা নেই, সবাই ভালো খেলার জন্য মুখিয়ে থাকবে। জয় নিয়ে মাঠ ছাড়বো আশা করি।‘

অন্যদিকে বিকেএসপিতে দুপুরের ম্যাচে লড়বে সাকিব আল হাসানের মোহামেডান। দলটির ক্রিকেটার শামসুর জানান সাকিব থাকায় তারা চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করেই মাঠে নামছেন।

তিনি বলেন, ‘সাকিব থাকাটা আমাদের জন্য বাড়তি একটা প্লাস পয়েন্ট। শুধু আমাদের না। সাকিব যে দলে থাকবে সে দলের জন্যই সে বাড়তি সুবিধা বা শক্তি এনে দেবে। এজন্য চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা তো এখন আরও বেশি প্রত্যাশা করছি।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়