ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

এক ওভার কমিয়ে ফের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ৩ জুন ২০২১   আপডেট: ১৪:২৬, ৩ জুন ২০২১
এক ওভার কমিয়ে ফের খেলা শুরু

সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলার আকাশ ছিল রোদ ঝলমলে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে মেঘের আনাগোনা। শেষ পর্যন্ত দুপুর দেড়টায় শুরু হওয়া আবাহনী-ওল্ড ডিওএইচএসের ম্যাচে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ম্যাচ। ম্যাচের দৈর্ঘ্যও কমানো হয়েছে, খেলা হবে ১৯ ওভার করে।

এর আগে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন-এর বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচ হতে কোনও সমস্যাই হয়নি। রৌদ্রোজ্জ্বল পরিবেশে শেষ হয় লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ। 

দিনের দ্বিতীয় ম্যাচে ওল্ড ডিএইচএসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছিল আবাহনী। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বল হতেই নামে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আবাহনী কোনও উইকেট না হারিয়ে ৫ রান করে। অপরাজতি আছেন মোহাম্মদ নাঈম (৫) ও মুনিম শাহরিয়ার। 

এর আগে বৃষ্টির জন্য প্রথম রাউন্ড খেলার পর বিকেএসপির দুই ভেন্যুতে খেলা বন্ধ হয়ে যায়। পুনরার সূচি নির্ধারণ করে সবগুলো খেলা নিয়ে আসা হয় মিরপুর শের-ই-বাংলায়। প্রতিদিন রাখা হয়েছে ৩টি করে ম্যাচ।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়