ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কসোভোর শোকের দিনে স্বর্ণ জয় নোরার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২৬ জুলাই ২০২১  
কসোভোর শোকের দিনে স্বর্ণ জয় নোরার

নোরা গাকোভা

শোকের সাগরে ভাসছে কসোভো। এমন দিনে অলিম্পিকে সোনা জিতে দেশটিতে আনন্দের উপলক্ষ এনে দিলেন নোরা গাকোভা। সোমবার (২৬ জুলাই) টোকিও গেমসে তার হাত ধরে দ্বিতীয় সোনা জিতল কসোভো।

গত রোববার (২৫ জুলাই) সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে শোকার্ত কসোভো। পরদিনই মেয়েদের জুডোর ৫৭ কেজি ওজন শ্রেণিতে ফ্রান্সের সারাহ লিওনি সিসিককে হারিয়ে সোনা জিতলেন ২৮ বছর বয়সী নোরা। গত শনিবার ৪৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক পান দিস্ত্রিয়া ক্রাসনিকি, যা দেশের ইতিহাসে ছিল দ্বিতীয় অলিম্পিক স্বর্ণ। ২০১৬ সালের রিও অলিম্পিকে জুডোকা মালিন্দা কেলমেন্দি দেশকে প্রথম সোনা এনে দেন।

দুর্ঘটনার কথা শুনেই জাপান থেকে দ্রুত ফিরে যান কসোভো প্রেসিডেন্ট ভোসা ওসমানি। নোরার সাফল্যের কথা শুনে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের জনগণের এই শোকের দিনে নোরা গাকোভা কসোভোয় আলোকিত করেছেন। আমাদের জুডোকারা এমন উচ্চতায় পৌঁছেছেন, যা অনেক দেশের স্বপ্ন।’

জাপানের তুকাসা ইয়োশিদাকে হারিয়ে চমক দেখিয়ে ফাইনালে পৌঁছান নোরা। তার আগে শেষ ষোলোতে নেদারল্যান্ডসের সান্নে ভেরহাগেন ও কোয়ার্টার ফাইনালে স্লোভেনিয়া কাজা কাইজারকে হারান তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়