ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ভোটার মিরাজ

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ১৬:০২, ২৫ আগস্ট ২০২১
নতুন ভোটার মিরাজ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য বয়স হয়েছিল অনেক আগেই। তবে খেলার ব্যস্ততার কারণে জাতীয় পরিচয়পত্র কিংবা ভোটার হওয়ার আবেদন করা হয়নি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের। আপাতত জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা টি-টোয়েন্টি ক্রিকেটে। ক্রিকেটের এই ফরম্যাটের দলে বেশ কিছুদিন নেই তিনি। ফলে খুলনাতেই সময় কাটাচ্ছেন অফস্পিন অল রাউন্ডার। সময়টাকে কাজে লাগিয়ে এবার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেন তিনি। একই সঙ্গে মিরাজের স্ত্রীও নাম লিখিয়েছেন জাতীয় পরিচয়পত্রে। 

বুধবার (২৫ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন মিরাজ ও তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি। এনআইডি কার্ডের জন্য নিবন্ধন ফরম থানা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দের নিকট জমা দিয়েছেন তারা। খুলনা মহানগরীর খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে নিবন্ধন ফরমে উল্লেখ করেছেন মিরাজ দম্পতি।

আরো পড়ুন:

নতুন ভোটার হিসেবে নিবন্ধর করার প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, ‘ভোটার অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু ওইভাবে সময় পাইনি। চার-পাঁচ বছর অনেক ব্যস্ত সময় পার হয়েছে জাতীয় দলে খেলার কারণে এবং বিভিন্ন জায়গায় ট্যুর করেছি। খুলনাতেও তেমন আসতে পারিনি। এজন্য এতদিন ভোটার নিবন্ধন করা হয়নি। আর এখন ভোটার হিসেবে নিবন্ধন করছি, অবশ্যই আমার কাছে ভালো লাগছে। এখন অনেক সময় দিতে পারছি, কলেজের বিভিন্ন কাগজপত্র, ফরম প্রস্তুত করতে পেরেছি। এক কথায় একটা বড় সময় নিয়ে কাজগুলো করতে পেরেছি। এনআইডি কার্ড অনেক বড় একটা জিনিস। এত দিন খেলার ভেতরেই ছিলাম, যে কারণে এসব কাজগুলো করার সময় পায়নি।’

এই স্পিনার আরো বলেন, ‘প্রত্যেকটা মানুষেরই নাগরিকত্বটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। সঠিক সময়ে প্রত্যেকটা মানুষেরই ভোটার হওয়া প্রয়োজন। আমি আগে ভোটার হতে চেয়েছি, কিন্তু সময় স্বল্পতার কারণে হতে পারিনি।’ দম্পতি একসঙ্গে নিবন্ধনের বিষয়ে তিনি বললেন, ‘প্রত্যেক মানুষের জীবনে ভোটার আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আমি এতদিন পাসপোর্ট দিয়ে কাজ চালিয়েছি। আমাদের দুজনের জন্যই ভোটার আইডি কার্ডটি গুরুত্বপূর্ণ। এ জন্য আমি ও আমার স্ত্রী দুজনে মিলেই ভোটার হিসেবে নিবন্ধন করলাম। করোনার টিকার জন্যও ভোটার আইডি কার্ড লাগছে। ভোটার নিবন্ধন করে ভালোই লাগছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়