ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

আসেনসিওর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২১  
আসেনসিওর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ৬ ম্যাচে তারা ২১ গোল করেছে। যা ৩৪ বছরের মধ্যে মৌসুমের শুরুতে তাদের সর্বোচ্চ গোলের রেকর্ড।

বুধবার রাতে তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়োর্কাকে। এমন জয়ে হ্যাটট্রিক করেছেন রিয়ালের স্প্যানিশ তারকা মার্কো আসেনসিও। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর একটি গোল করেছেন ইসকো।

ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটে বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। ২৪ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। তবে ২৫ মিনিটে মায়োর্কার কাং-ইন-লি গোল করে ব্যবধান কমান।

এরপরের গল্প শুধুই রিয়ালের। ২৯ মিনিটে আসেনসিও তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৩-১। এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে (৫৫ মি.) হ্যাটট্রিক পূর্ণ করেন আসেনসিও। তাতে ব্যবধান হয় ৪-১। এরপর ৭৮ মিনিটে বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়াল এগিয়ে যায় ৫-১ ব্যবধান। চলতি মৌসুমে ষষ্ঠ ম্যাচে এটা ছিল বেনজেমার অষ্টম গোল। এ ছাড়া ৭টি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। অর্থাৎ চলতি মৌসুমে রিয়ালের ২১ গোলের ১৫টিতেই রয়েছে ফরাসি এই স্ট্রাইকারের অবদান।

৮৪ মিনিটে মায়োর্কার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ইসকো। শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল। আর সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে মায়োর্কা আছে দশম স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়