ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইনস্টাগ্রামে ৩৫ কোটি ফলোয়ারের মাইলফলকে রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:১২, ৩০ সেপ্টেম্বর ২০২১
ইনস্টাগ্রামে ৩৫ কোটি ফলোয়ারের মাইলফলকে রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো, এই সময়ের অন্যতম বিশ্বসেরা ফুটবলার। বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলদাতার লাইফস্টাইলও মুগ্ধ করার মতো। খাদ্যাভ্যাস, শরীরচর্চা থেকে শুরু করে ব্যক্তিত্বও আকর্ষণীয়। তাকে আদর্শ মানা লোকের সংখ্যা অগুণতি। ভক্ত-সমর্থকদের কাছে তিনি কতটা আকাঙ্ক্ষিত, সেটা বোঝা যায় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখে। প্রথম ব্যক্তি হিসেবে ৩৫ কোটি ফলোয়ার পেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এর আগে গত জুনে ইউরো চলাকালে ৩০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। জানুয়ারিতে ২৫ কোটি ফলোয়ার হয় তার। সব মিলিয়ে এই বছর তার নতুন ইনস্টাগ্রাম ফলোয়ার হয়েছে ১০ কোটি!

৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তার ধারেকাছে নেই। ২৭ কোটি ফলোয়ার নিয়ে এই তালিকায় দ্বিতীয় সেরা ফুটবলার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শুধু মেসি কেন, বিশ্বে একমাত্র রোনালদোই ৩০ কোটি ফলোয়ারের ঘর ছোঁয়া ব্যক্তি। তার পরে আছেন আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব ও মডেল কাইলি জেনার, তার ফলোয়ার ২৭ কোটি ২০ লাখ। তিন নম্বরে অভিনেতা ও পেশাদার রেসলার ডোয়াইন জনসন ২৭ কোটি ১০ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ