বিপিএলে শিরোপা নিয়ে কোনো চাপ নেই সাকিবের
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শুক্রবার (২১ জানুয়ারি) মধ্যগগনে সূর্য ওঠার পরপরই পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। দেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের অষ্টম আসরে ট্রফির লড়াইয়ে নামবে ৬ দল। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার খেলবেন ফরচুন বরিশালের হয়ে। দলটির নেতৃত্বেও তিনি, লক্ষ্য- চাপমুক্ত হয়ে খেলে যাওয়া। শিরোপার জন্য কোনো চাপ নেই, তবে মাঠে লড়বেন সেরাটা দিয়ে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। শিরোপা নিয়ে কোনো চাপ আছে কি না প্রশ্নে বরিশালের অধিনায়কের জবাব, ‘ওরকম কোনো চাপ আমার কখনোই লাগেনি। এখনো চাপ মনে হচ্ছে না। যেটা বলছিলাম, ৬ দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চায়। আমরাও তার ব্যতিক্রম নই, যদি হতে পারি ভালো। কিন্তু না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না। তবে আমরা যেটা করতে পারি, তা হচ্ছে মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করা। একটা দল হিসেবে খেলতে হবে, সাফল্য আনার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে।’
সাকিব বিপিএলে ফাইনাল খেলেছেন চারবার, শিরোপা জিতেছেন দুইবার। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে চ্যাম্পিয়ন হন। আর ২০১৭ ও ২০১৯ সালে ঢাকার সঙ্গে হন রানার্সআপ।
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুরু হবে সাকিবদের লড়াই। এবার অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল গড়েছে তারা। সাকিবের দলে খেলবেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত ক্রিস গেইল, ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভোর মতো তারকা ক্রিকেটাররা। যদিও গেইলকে শুরু থেকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া দেশিদের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটারারা।
বিপিএলে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করেছেন সাকিব। তাহলে শুরুটাও ভালো হবে বলে বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করেন, ‘আমি বিশ্বাস করি ভালো স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে, আশা করছি ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএলটা শুরু হবে।’
কোন দল কোন দল দুর্বল এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আসলে এগুলো বলাটা মুশকিল, বাকি পাঁচ দলের সঙ্গে আমাদেরও একই রকম মনে হচ্ছে এখন। একটি দুটো ম্যাচ গেলে অনেক ভালো বিশ্লেষণ করা সম্ভব। এখন যেটা মনে হচ্ছে খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, সবই নির্ভর করে যখন টুর্নামেন্টটা শুরু হয় তার ওপরে।’
শিরোপার চাপ নেই সাকিবের, তবে লড়বেন তো শিরোপার জন্যই। এ জন্য প্রয়োজন একটা ভালো শুরুর, চট্টগ্রামের বিপক্ষে সাকিবের দল কি পারবে প্রথম দিন থেকেই শিরোপার দাবি তুলতে?
ঢাকা/রিয়াদ/ফাহিম