ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রোনালদো যাওয়ার পর আমি বেশি গোল করছি, তবে...’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১০ আগস্ট ২০২২  
‘রোনালদো যাওয়ার পর আমি বেশি গোল করছি, তবে...’

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অনেকদিন খেলেছেন করিম বেনজেমা। তবে ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর লস ব্লাঙ্কোসদের প্রাণভোমরা হয়ে ওঠেন করিম বেনজেমা। গেল মৌসুমে তো দুর্দান্ত খেলেছেন। লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ৩২টি। রোনালদো চলে যাওয়ার পর বেনমেজা বেশি গোল পেলেও জানিয়েছেন তিনি অনেক কিছু শিখেছেন পর্তুগীজ তারকার কাছ থেকে।

উয়েফা সুপার কাপের ম্যাচে আগে তিনি বলেন, ‘হ্যাঁ, তিনি চলে যাওয়ার পর আমি বেশি গোল করছি। তবে তিনি যখন রিয়ালে ছিলেন তখনও আমি গুরুত্বপূর্ণ ছিলাম। তাকে অ্যাসিস্ট করতাম। ক্রিস্টিয়ানো মাঠ ও মাঠের বাইরে আমাকে অনেক সহায়তা করেছেন। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

আরো পড়ুন:

‘যখন তিনি রিয়াল ছাড়লেন, আমি আমার খেলার ধরন পরিবর্তন করলাম। আমার উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্য কিছুটা বাড়িয়ে দিলাম। এরপর থেকে সবকিছু ভালোই চলছে।’ —যোগ করেন তিনি।

বর্তমান সময়ের সেরা ফুটবলার তিনি কিনা জানতে চাইলে ফরাসি এই স্ট্রাইকার বলেন, ‘আসলে বিশ্ব ফুটবলে আমি সেরা কিনা সেটা তো আমি বলবো না। তবে বিশ্বের সেরা ক্লাবের হয়ে প্রতি বছর খেলার সময় আমি সর্বদা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

আজ বুধবার দিবাগত রাতে উয়েফা সুপার কাপের ম্যাচে জামার্নির ক্লাব এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে রিয়াল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়