ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুম্বাইয়ের চাকরি ছেড়ে আরও বড় দায়িত্বে জয়াবর্ধনে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২২  
মুম্বাইয়ের চাকরি ছেড়ে আরও বড় দায়িত্বে জয়াবর্ধনে

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের চাকরি ছেড়ে দিলেন মাহেলা জয়াবর্ধনে। এই ফ্র্যাঞ্চাইজির আরও বড় দায়িত্ব  দেওয়া হয়েছে তাকে। তিনি এখন মুম্বাইয়ের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স। 

মুম্বাই শুধু আইপিএলেই নয়, এমআই কেপটাউন ও এমআই এমিরেটস নামে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি লিগেও। নতুন পদ অনুযায়ী জয়াবর্ধনে এই তিনটি দলের কোচিং ও স্কাউটিংয়ের দেখভাল করবেন। 

আরো পড়ুন:

একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পালন করা জহির খান তিন দলের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান নিযুক্ত হয়েছেন।

আইপিএল দলের জন্য ফ্র্যাঞ্চাইজি নতুন প্রধান কোচ নিয়োগ দেবে কি না তা স্পষ্ট নয়। ২০১৭ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জয়াবর্ধনে, জিতেছেন তিন শিরোপা। চেন্নাই সুপার কিংসকে চারটি শিরোপা জেতানো স্টিফেন ফ্লেমিংয়ের পর আইপিএলের দ্বিতীয় সেরা কোচ এই লঙ্কান ব্যাটিং গ্রেট।     

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়