ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোচকে পেছনে ফেললেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২২  
কোচকে পেছনে ফেললেন কোহলি

ভারতের হয়ে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। তিনি ৬৬৪ ম্যাচ খেলে রান করেছেন ৩৪ হাজার ৩৫৭টি। এই তালিকায় তার পরেই ছিলেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ৫০৪ ম্যাচ খেলে করেছিলেন ২৪ হাজার ৬৪ রান।

রোববার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে তিনি কোচ রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার মোট রান এখন ২৪ হাজার ৭৮।

অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন কোহলি। আর ভারত জয় পায় ৬ উইকেটে।

কোহলি ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরি ও ৬৪ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ১২ হাজার ৩৪৪টি। আর টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৬৬০ রান। আর টেস্টে ২৭ সেঞ্চুরি ও ২৮ হাফ সেঞ্চুরিতে করেছেন ৮ হাজার ৭৪ রান।

টেস্টে তার গড় ৪৯.৫৩। ওয়ানডেতে গড় ৫৭.৬৮। আর টি-টোয়েন্টিতে ৫০.৮৩।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ