ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাতার বিশ্বকাপে রেফারিংয়ে আছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৭ অক্টোবর ২০২২  
কাতার বিশ্বকাপে রেফারিংয়ে আছে বাংলাদেশ

উল্লাস উত্তেজনার কাতার বিশ্বকাপ হাতছানি দিয়ে ডাকছে। আর মাসখানেক পরেই কাতারের মাঠ মাতাবেন মেসি-রোনালদোরা। এই বিশ্বকাপে ফুটবল দল হিসেবে বাংলাদেশ না থাকলেও অন্যভাবে আছে। সহকারী রেফারি হিসেবে মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শিয়াকত আলী। কাতারের মাঠে রেফারিদের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের এই বাসিন্দা। ২০১৩ সাল থেকে তিনি কাতারে আছেন। বর্তমানে কর্মরত আছেন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সহকারী রেফারি হিসেবে। এবার পুরো ফিফা বিশ্বকাপ জুড়ে শিয়াকত থাকবেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। 

শিয়াকতের নিজ গ্রাম মরিয়মনগর ইউনিয়নের ইউপি সদস্য রহিমা আক্তার এর সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, ‘কাতার বিশ্বকাপে রেফারিদের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আমাদের গ্রামের মেধাবী সন্তান শিয়াকত। শিয়াকত ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী ছিলো। তিনি মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাঙ্গুনিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খেলোয়াড় কোটায় ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ২০১৩ সালে তিনি কাতার গিয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন। কাতারেই তিনি ফুটবল রেফারিংয়ের ওপর একাধিক প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রী অর্জন করেন। একজন চৌকস রেফারি হিসেবে তিনি এবার কাতার বিশ্বকাপে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি কাতার ফুটবল এসোসিয়েশনের স্থায়ী সহকারী রেফারি হিসেবে কর্মরত। এবার কাতার বিশ্বকাপে চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রতিনিধি শিয়াকত আলী।’

আরো পড়ুন:

কাতার বিশ্বকাপে দায়িত্ব পালন প্রসঙ্গে এক বার্তায় শিয়াকত আলী জানিয়েছেন, এই সুযোগ তাকে গর্বিত করেছে। তিনি উচ্ছ্বসিত, আনন্দিত। বিশ্বকাপের মাঠে থেকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। নিজের মেধা দক্ষতা দিয়ে সফলভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি পুরো বিশ্বকাপে বাংলাদেশের নাম উজ্জ্বল করার আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম/রেজাউল/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়