নিউ জিল্যান্ডকে ১৩১ রানের লক্ষ্য দিলো পাকিস্তান
ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৭ উইকেটে ১৩০ রানে থেমেছে তারা।
আগের দেখায় পাকিস্তানের কাছে হারা নিউ জিল্যান্ড ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছে। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতেই হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের উইকেট।
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মাইকেল ব্রেসওয়েলের শিকার হন পাকিস্তানি ব্যাটসম্যান। ১৭ বলে ১৬ রান করে জিমি নিশামের হাতে ক্যাচ দেন রিজওয়ান।
পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪২ রান।
মিচেল স্যান্টনার বল হাতে নিয়েই কাঁপান পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। নিজের দুই ওভারে তিন বলের ব্যবধানে দুটি উইকেট নেন নিউ জিল্যান্ড স্পিনার। অষ্টম ওভারের পঞ্চম বলে শান মাসুদকে (১৪) ব্রেসওয়েলের ক্যাচ বানান এবং তারপর দশম ওভারের প্রথম বলে শাদাব খানকে (৮) প্যাভিলিয়নে ফেরান তিনি টিম সাউদির ক্যাচ বানিয়ে।
তাদের দেখাদেখি বাবর আজমও ধরেন প্যাভিলিয়নের পথ। ২৩ বলে ২১ রান করে ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার তিনি।
৭৭ রানের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন হায়দার আলী (৮)। ইশ সোধির কাছে উইকেট হারান তিনি। এরপর ইফতিখার আহমেদ ও আসিফ আলীর অর্ধশত ছাড়ানো জুটিতে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু শেষ ওভারের প্রথম বলে ভাঙে ৫১ রানের জুটি। যাতে ২৭ বলে ২৭ রান করে অবদান রাখেন ইফতিখার।
সাউদি প্রথমে ইফতিখারকে, পরের বলে মোহাম্মদ নওয়াজকে প্যাভিলিয়নে ফেরান। মোহাম্মদ ওয়াসিম হ্যাটট্রিক হতে দেননি।
আসিফ ২০ বলে ৩ চারে ২৫ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ১ রান করেন ওয়াসিম।
নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সাউদি, স্যান্টনার ও ব্রেসওয়েল।
ঢাকা/ফাহিম