ট্রফি জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো: বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে পাকিস্তান সবশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে দারুণ জয় পেলো। নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের হারিয়ে জিতলো ট্রফি। ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৪-৩ এ সিরিজ হারের দুঃখ পেছনে ফেললো এই অর্জন এবং নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো। ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের পর সেই কথাই বললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
নিউ জিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের পর বাবর বললেন, ‘বড় ইভেন্টের আগে দল হিসেবে আমরা দারুণ আত্মবিশ্বাস পেলাম এবং আমাদের আশা, এই মোমেন্টাম নিয়ে সামনে আগাতে পারবো।’
আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর মেলবোর্নে ভারতের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচ খেলবে তারা।
এই প্রতিযোগিতার আগে ট্রফি জয় আত্মবিশ্বাসী করে তুলেছে পাকিস্তানকে, একই সঙ্গে মিডল অর্ডার নিয়ে তাদের যে দুশ্চিন্তা ছিল সেটাও অনেকটা কেটে গেছে। এশিয়া কাপ ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মিডল অর্ডারের সাদামাটা পারফরম্যান্স হয়েছিল প্রশ্নবিদ্ধ। ইফতিখার আহমেদ, আসিফ আলী ও হায়দার আলীর মতো ব্যাটসম্যানদের দলে অন্তর্ভুক্তি নিয়েও কথা উঠেছিল।
কিন্তু নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালে বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ব্যর্থতার পর সেই মিডল অর্ডারে ভর করে ম্যাচ জিতলো পাকিস্তান। বিশেষ করে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের পারফরম্যান্স উচ্ছ্বসিত করেছে দলকে। টানা দুই দিনে বাংলাদেশের বিপক্ষে ২০ বলে ৪৫ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ২২ বলে ৩৮ রান করেছেন।
নওয়াজের সঙ্গে হায়দারও নিজেকে খুঁজে পেয়েছেন। পাকিস্তানের রান তাড়ায় মোমেন্টাম পাল্টে ফেলা তাদের ৫৬ রানের জুটি গড়তে তিনি করেন ১৫ বলে ৩১ রান।
মিডল অর্ডারের এই পারফরম্যান্সে খুশি বাবর। হায়দার ও নওয়াজের প্রশংসা করে তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানরা ছিল দুর্দান্ত, বিশেষ করে মিডল অর্ডার তাদের কাজটা দারুণভাবে করেছে। যেভাবে নওয়াজ ও হায়দার খেলছে, তা অসাধারণ। মিডল অর্ডার ব্যাটসম্যানরা এভাবে এগিয়ে আসবে, এমন কিছুই তো চান আপনি।’
ঢাকা/ফাহিম
আরো পড়ুন