ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিএলে কে কোন দলে, চূড়ান্ত হলো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১৫ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:১৯, ১৫ নভেম্বর ২০২২
বিসিএলে কে কোন দলে, চূড়ান্ত হলো

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম আসরের পর্দা উঠছে আগামী রোববার। এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়ে গেলো খেলোয়াড় ড্রাফট। চারটি দল তাদের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে।

প্রথম দিন সকাল ৯টায় সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংকের খেলা, বিসিবির তিন নম্বর মাঠে। একই সময়ে বিসিবি সাউথ ও বিসিবি নর্থ মুখোমুখি হবে বিকেএসপির চার নম্বর মাঠে।

আরো পড়ুন:

চারটি দলে একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতার ফাইনাল ছাড়া সবগুলো ম্যাচ হবে বিকেএসপিতে। ২৭ নভেম্বর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দিবারাত্রির ফাইনাল ম্যাচ।  

বিসিবি সাউথ জোন: এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, রিশাদ হোসেন।

ইসলামী ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মেহেদী, রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, আশিকুর জামান, প্রীতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ, শরিফউল্লাহ।

সেন্ট্রাল জোন: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকের আলী, সালমান হোসেন, তাইজুল ইসলাম, মুশফিক হাসান।

বিসিবি নর্থ জোন: মাহমুদউল্লাহ, লিটন দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মন্ডল, নাঈম হাসান।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়