ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়া পর্তুগালের জন্য ‘স্বপ্ন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ নভেম্বর ২০২২   আপডেট: ০৯:৫৯, ১৭ নভেম্বর ২০২২
বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়া পর্তুগালের জন্য ‘স্বপ্ন’

জীবনের প্রথম বিশ্বকাপেই সেমিফাইনাল খেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।  এরপর তিনটি বিশ্বকাপ খেললেও শেষ ষোলোর বেশি এগোতে পারেনি তার দল পর্তুগাল। কাতারে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি এবং এটাই তার শেষ বিশ্বকাপ। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড স্বপ্ন দেখছেন, পর্তুগাল ফাইনালে উঠবে এবং ব্রাজিলের মুখোমুখি হবে।

সম্প্রতি পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে ম্যানইউকে নিয়ে কড়া সমালোচনা করে নিন্দিত হচ্ছেন রোনালদো। বুধবার লিসবনে দলের অনুশীলনেও ছিলেন না তিনি। জানা গেছে, পেটের সমস্যায় ঘাম ঝরাননি। তবে জাতীয় দলকে নিয়ে ঠিকই চিন্তা করছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। বিশ্বকাপে উচ্চাশা করছেন তিনি।

অন্তত নকআউট পর্বে যাওয়ার দৃঢ় বিশ্বাস রোনালদোর। তবে ফাইনালে যেতে পারলে ব্রাজিলের মুখোমুখি হতে চান তিনি। ব্রাজিলের কাসেমিরোর সঙ্গে আলাপে এমন ইচ্ছা ব্যক্ত করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বর্তমান ম্যানইউ সতীর্থের সঙ্গে আলোচনা নিয়ে রোনালদো বলেছেন, ‘কাসেমিরোর সঙ্গে মজা করে আমি বললাম যে ফাইনাল হবে ব্রাজিলের বিপক্ষে পর্তুগালের। এটা হবে একটা স্বপ্ন, সত্যি বলছি।’

১৯৬৬ সালে ইউসেবিওর পর্তুগাল তৃতীয় হয়েছিল, বিশ্বকাপে দলটির এটাই সেরা সাফল্য। ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা বিশ্বকাপ ট্রফি জিতবে এবং সেটা হাতে নেওয়ার স্বপ্ন দেখেন রোনালদো, ‘বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা বিশ্বকাপ। আমি এটার স্বপ্ন দেখছি। আমি জানি এটা কঠিন হতে যাচ্ছে, কিন্তু স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমি সবসময় স্বপ্ন দেখি।’

ঘানা, দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে পর্তুগাল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়