ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাফুফে এবার জানালো ‘মেসিদের আনতে পূর্ণাঙ্গরূপে কার্যক্রম চলমান’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:১২, ১৯ জানুয়ারি ২০২৩
বাফুফে এবার জানালো ‘মেসিদের আনতে পূর্ণাঙ্গরূপে কার্যক্রম চলমান’

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে জানানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল। এমন ঘোষণার কিছুক্ষণের মধ্যে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন ‘বাংলাদেশ সফরে আসতে আর্জেন্টিনা দল সম্মতি দিয়েছে।’

সালাউদ্দিনের এমন বক্তব্যের পর এই খবর মুহূর্তেই ছড়িয়ে যায় সারাদেশে। আর্থিক দিক বিবেচনা করে আলোচনা-সমালোচনা চলতে থাকে বিস্তরভাবে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার দুপুরে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও বাফুফে তিন ঘন্টা আগে আবার তা বাতিল করে।

এরপর থেকে এক প্রকার মুখে কুলুপ এঁটে বসে ছিলেন বাফুফের সভাপতিসহ বড় কর্তাগণ। দুপুর নাগাদ বাফুফে ভবনে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। মুঠোফোনেও সবাই যেন ব্যস্ত। সভাপতি কাজী সালাউদ্দিন, সেক্রেটারি আবু নাঈম সোহাগরা নিয়মিত আসলেও আজ অনুপস্থিত!

এরপর সন্ধ্যায় আরেকটি বিবৃতি দিয়ে বাফুফে জানায় তারা কাজ চালিয়ে যাচ্ছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।’

এর আগে মঙ্গলবার বাফুফে জানিয়েছিল, ‘আগামী জুনে ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে জানানোর জন্য বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের তিনতলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।’

সেটি বাতিল করে আজ সকালে আবার জানায়, ‘আজ দুপুর আড়াইটায় বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়