ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রথম দিন বৃষ্টির পেটে ৩৮ ওভার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৬:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩
প্রথম দিন বৃষ্টির পেটে ৩৮ ওভার

বুলাওয়েতে আজ শনিবার থেকে শুরু হয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। তবে প্রথম দিনই বৃষ্টির বাগড়ার মধ্যে পড়ে এই টেস্ট। বৃষ্টির কারণে এদিন খেলা হয় ৫১ ওভার। চা বিরতির আগ মুহূর্তে দিনের খেলা ৩৮ ওভার বাকি থাকতে বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা শুরু করা যায়নি।

তাতে টস জিতে ব্যাট করতে নেমে ৫১ ওভারে বিনা উইকেটে ১১২ রান তুলে প্রথম দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েট ২ চারে ৫৫ রানে ও তেজনারায়ণ চন্দরপল ৮ চারে ৫৫ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল রোববার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে এসেছে। যদিও এই টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবুও দুই দলের জন্য টেস্টটি কম গুরুত্বপূর্ণ নয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়