ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ম্যাচ জিততে সিলেটের প্রয়োজন ১১৪ রান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
শেষ ম্যাচ জিততে সিলেটের প্রয়োজন ১১৪ রান

বিপিএলের এবারের আসরের প্লে’অফ সবার আগে নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। কিন্তু তারা প্রথম কোয়ালিফায়ারে থাকতে চাইলে শেষ ম্যাচটি জেতাও গুরুত্বপূর্ণ।

আজ বুধবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে সিলেট। টস জিতে আগে ব্যাট করতে নামা খুলনাকে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে দেয়নি মাশরাফির দল। জিততে সিলেটকে করতে হবে ১১৩ রান।

আরো পড়ুন:

খুলনার ব্যাটসম্যানরা অবশ্য আজ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে মাহমুদুল হাসান জয় ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। নাহিদুল ইসলাম ১৭ বলে ৩ চারে করেন ২২ রান। আর ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৫ বলে ২ চারে ১২ রান। বাকিদের রান ছিল টেলিফোন নম্বরের মতো ৩৭৯৬৬১১।

বল হাতে সিলেটের তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইমাদ ওয়াসিম ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ২টি উইকেট। রুবেল হোসেন ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট। মোহাম্মদ আমির ছিলেন ব্যয়বহুল। তিনি ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়