ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বার্সেলোনায় মেসির ফেরার দরজা সবসময় খোলা: জাভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৩  
বার্সেলোনায় মেসির ফেরার দরজা সবসময় খোলা: জাভি

ন্যু ক্যাম্পে ফেরার জন্য লিওনেল মেসির দরজা সবসময় খোলা থাকবে, বললেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সম্প্রতি আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন ওঠার প্রেক্ষিতে এই কথা বললেন তারই সাবেক সতীর্থ।

৩৫ বছর বয়সী মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেই এখনো চুক্তি নবায়ন করেনি। এই জুনে শেষ হচ্ছে পার্ক দে প্রিন্সেসে তার বর্তমান মেয়াদ। এই সপ্তাহে স্প্যানিশ গণমাধ্যম রিপোর্টে জানায়, মেসির বাবা হোর্হে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে দেখা করেছেন।

আরো পড়ুন:

এই সাক্ষাত মূলত ছিল ২০২১ সালে মেসি চলে যাওয়ার পর তাকে বিদায়ের অনুষ্ঠান করার ব্যাপারে। কিন্তু সেখানে নাকি তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে।

এমন খবরের প্রতিক্রিয়ায় জাভি বলেন, ‘এটা তার বাড়ি এবং দরজা সবসময় খোলা।’ ইউরোপা লিগের প্লে অফে ম্যানইউর বিপক্ষে দ্বিতীয় লেগের আগের সংবাদ সম্মেলনে বারসআ কোচ বললেন, ‘(মেসি) একজন বন্ধু এবং আমরা সবসময় যোগাযোগ রাখি। এটা নির্ভর করছে সে তার ভবিষ্যতের জন্য কী চায়, ক্লাব কীভাবে এটাকে দেখে। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা। সে সবসময় ফিট (দলের জন্য)।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়