ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাউথ এশিয়ান সেস্টোবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাউথ এশিয়ান সেস্টোবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রথম সাউথ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতা-২০২৩।’ ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)-এর পৃষ্ঠপোষকতায় তিন জাতির এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

এই টুর্নামেন্টে অংশ নিতে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩) রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ও পুরুষ সেস্টোবল দল।

তার আগে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্না আক্তারসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ৩-৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম দক্ষিণ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতা। যেখানে বাংলাদেশ, ভারত ও নেপাল অংশ নিবে। খেলা লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল।

বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে ঝর্না আক্তার বলেন, ‘আমাদের লক্ষ্য ভালো খেলা। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা। প্রথমবারের মতো আমরা দেশের বাইরে খেলতে যাচ্ছি। অবশ্যই চাইবো ভালো কিছু করতে। ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিবো।’

বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এর আগে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় পেসাপালো দল বিশ্বকাপে ভালো করেছিল, শিরোপা জিতেছিল। এরপর চলতি মাসেই ভারতে অনুষ্ঠিত ফুটভলি বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনাল খেলেছে। ১৫ দলের মধ্যে ষষ্ঠ হয়েছে। আশা করছি সেস্টোবল দলও ভালো করবে ভারতে। বাংলাদেশ দলের জন্য শুভ কামনা রইলো।’

বাংলাদেশ নারী দলের হয়ে ৯ জন ও পুরুষ দলের হয়ে ১০ জন খেলোয়াড় অংশ নিবেন এই টুর্নামেন্টে। এছাড়া রয়েছেন কোচ ও কর্মকর্তাগণ।

নারী খেলোয়ড়রা হলেন- পূজা, দীপা, দুলালী, ইতি, শাহিনা, রিপা, ববি, নাজমা ও শিরিন।

আর পুরুষ খেলোয়াড়রা হলেন- মোমিন, তন্ময়, সালাম, শাহপরাণ, লিটন, রিপন, হাকিম, মৃদুল, সজীব ও রাসেল।

কোচ হিসেবে আছেন আরিফ খান। আর ম্যানেজার হিসেবে আছেন এন. ইসলাম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়