ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এই আগ্রাসী অ‌্যাপ্রোচই চালিয়ে যাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৩১ মার্চ ২০২৩   আপডেট: ২০:৪৯, ৩১ মার্চ ২০২৩
এই আগ্রাসী অ‌্যাপ্রোচই চালিয়ে যাবে বাংলাদেশ

‘পরাজয়ে ডরে না বীর’- টি-টোয়েন্টি সিরিজ শেষে উপসংহার টানতে কেবল অনুপ্রেরণামূলক এই কথাটি-ই বলেননি সাকিব আল হাসান, নয়তো পুরস্কার বিতরণী মঞ্চে যা বলেছেন তাতে স্পষ্ট আয়ারল‌্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি হারলেও এমন আগ্রাসী ব‌্যাটিং ও অ‌্যাপ্রোচেই সামনের দিনগুলোতে খেলে যাবে বাংলাদেশ।

শুধু সাকিবই নন, সিরিজ সেরার পুরস্কার হাতে সংবাদ সম্মেলনে আসা তাসকিনের কণ্ঠেও ছিল একই সুর। টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক ব্র্র‌্যান্ডের ক্রিকেট থেকে সরে আসতে চায় না দল। প্রথম দুই টি-টোয়েন্টির মতো শেষ ম‌্যাচের গল্পটা একই রকম হয়নি।

এদিন আইরিশরা দারুণ প্রতিদ্বন্দ্বীতা গড়ে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে। আগে ব‌্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব‌্যাটিং ছিল বিবর্ণ। তাসের ঘরের মতো ভাঙতে থাকে ব‌্যাটিং অর্ডার। ৪১ রানে ৫ উইকেটের পর ৬১ রানে ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারীর ৫১ রানে বাংলাদেশ ১২৪ রানের মামুলী লক্ষ‌্য পায়। যা আয়ারল‌্যান্ড ছুঁয়ে ফেলে ৭ উইকেট হাতে রেখে ৬ ওভার আগে।

ব‌্যাটিং বিপর্যয়ের পর নির্বিষ বোলিংয়ে বড় পরাজয় পেলেও বাংলাদেশ এই ফরম‌্যাটে সঠিক পথেই আছে বলে মন্তব‌্য করেছেন সাকিব। পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক বলেছেন, ‘আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, সেখানে এরকমটা হতে পারে। যদি আমরা একই (আগ্রাসী) অ্যাপ্রোচ চালিয়ে যেতে চাই, কোনো কোনো দিন এটা কাজে না-ও লাগতে পারে। আজ তেমনই একটা দিন। আমাদের অ্যাপ্রোচ আমি পরিবর্তন করতে চাই না। যদি আমরা একটি ভালো দল হতে চাই, আমাদের এভাবেই খেলা উচিত। আর  একদম এটাই আমরা করতে চাই। কিছু ম্যাচে এটা সুফল দেবে, কিছু ম্যাচে আমরা ব্যর্থ হব। কিন্তু এভাবেই খেলতে হবে।'

তাসকিন আহমেদও একই অ‌্যাপ্রোচের পক্ষে যুক্তি দিলেন, ‘আজ হয়ত আমরা ব্যাটিং ওয়াইজ কলাপ্স করেছি। এরকম ইন্টেন্ট না থাকলে কিন্তু দুই ম্যাচে দুইশো হইত না। আমরা যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই আমাদের এই ইন্টেন্টটা থাকতে হবে। বোলার, ব‌্যাটসম‌্যান সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগুতে হবে। কিছু কিছু দিন হয়ত এরকম ইন্টেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে আগাবো।  ভবিষতে এটা আমাদের সাহায্য করব। ফেইল করার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পাওয়া তাসকিন আরো যোগ করেন,‘সামনে যেমন বড় বড় দলগুলোর সঙ্গে ভালো উইকেটে খেলা হবে, প্রতিপক্ষ যখন ইংল্যান্ড,অস্ট্রেলিয়াও থাকবে। আমাদের কিন্তু রান করতেই হবে । এই ইন্টেন্ট আমাদের সাহায্য করবে। ব্যাটিং, বোলিং দুই বিভাগে আমরা আগ্রাসী ক্রিকেট খেলব। ম্যানেজমেন্ট আমাদেরকে বলেছে ফেয়ারলেস থাকি, এটা আমাদের আগামীতে বড় দল হতে সাহায্য করবে।’

চট্টগ্রাম/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়