ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরের মাঠে জিরোনায় আটকে গেল বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১১ এপ্রিল ২০২৩   আপডেট: ১০:৫৩, ১১ এপ্রিল ২০২৩
ঘরের মাঠে জিরোনায় আটকে গেল বার্সা

সুযোগ ছিল লা লিগার শিরোপা অনেকাংশে বগলদাবা করে ফেলার। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৫ করে ফেলার। কিন্তু সোমবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পা হড়কালো বার্সেলোনা। পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকা জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা।

এই ড্রয়ে রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান হয়েছে ১৩। লিগে ম্যাচ বাকি আর ১০টি। ২৮ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৯ পয়েন্ট।

আরো পড়ুন:

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে সেরা পারফরম্যান্স করতে পারেনি জাভির শিষ্যরা।

প্রথমার্ধে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন রোনাল্ড আরাউজো। তার নেওয়া শট গোললাইন অতিক্রম করার ঠিক আগ মুহূর্তে সেটি ধরে ফেলেন জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগা।

এরপর আরও একটি বল গোললাইন থেকে ক্লিয়ার করেন পাওলো। এবার অবশ্য সতীর্থ সান্তিয়াগোর ব্যাক পাসে বল জালে জড়াতে যাচ্ছিল। 

এরপর রাফিনহা সুযোগ পেয়েও দূর দিয়ে মেরে নষ্ট করেন।

ম্যাচ শেষে জাভি বলেছেন ম্যাচটি কঠিন ছিল, ‘কঠিন একটা ম্যাচ ছিল। জিরোনা সত্যিকার অর্থেই ভালো খেলেছে। আমরা অবশ্য হাইপ্রেসে ভালো করছিলাম। কিন্তু কোনো গোল করতে পারিনি। অবশ্য এটা দুঃখের বিষয় আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যেতে পারলাম না। দিনশেষে এটাই ফুটবল।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়