ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্লে-অফে যাওয়ার ম্যাচে দিল্লিকে ২২৪ রানের টার্গেট দিলো চেন্নাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২০ মে ২০২৩   আপডেট: ১৮:০৩, ২০ মে ২০২৩
প্লে-অফে যাওয়ার ম্যাচে দিল্লিকে ২২৪ রানের টার্গেট দিলো চেন্নাই

লিগ পর্বের শেষ ম্যাচে বিশাল সংগ্রহ পেয়েছে চেন্নাই সুপার কিংস। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছে। জিততে দিল্লিকে করতে হবে ২২৪ রান।

দিল্লির বিদায় আগেই নিশ্চিত হয়েছে। অন্যদিকে চেন্নাই আজ জিতলে তাদের প্লে-অফ নিশ্চিত হবে। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ বেড়ে হবে ১৭। ১৩ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে ধোনির চেন্নাই বর্তমানে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

আরো পড়ুন:

এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে চেন্নাই। উদ্বোধনী জুটিতে ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ঝড় তোলেন। ১৪.২ ওভারেই তারা দুজন তুলে ফেলেন ১৪১ রান! দলীয় এই রানে ফেরেন গায়কোয়াড়। তিনি ৫০ বলে ৩টি চার ও ৭ ছক্কায় ৭৯ রান করে আউট হন চেতন সাকারিয়ার বলে।

সঙ্গী হারালেও ঝড় থামাননি কনওয়ে। সেখান থেকে শিবাম দুবেকে নিয়ে দলীয় সংগ্রহকে ১৯৫ পর্যন্ত টেনে নেন তিনি। দলীয় এই রানে খলিল আহমেদের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন দুবে। তিনি ৯ বলে ৩ ছক্কায় ২২ রান করে যান।

একই রানে ফেরেন কনওয়েও। তিনি সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে আউট হন অ্যানরিখ নরকিয়ার বলে। নিউ জিল্যান্ডের এই তারকা ৫২ বলে ১১টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৮৭ রান করে যান।

এরপর ধোনি ও রবীন্দ্র জাদেজা মিলে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ২২৩ পর্যন্ত নিয়ে যান। ধোনি ৪ বলে ৫ এবং জাদেজা ৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়