ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আমি পারর্ফম করেছি, এখন নির্বাচকদের ব্যাপার’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২ জুন ২০২৩   আপডেট: ২০:৩৫, ২ জুন ২০২৩
‘আমি পারর্ফম করেছি, এখন নির্বাচকদের ব্যাপার’

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ শেষের জন্য এখন পর্যন্ত দেওয়া হয়নি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল। এই সিরিজে খেলছেন জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার, তাদের দেখার জন্যই মূলত অপেক্ষা। 

সেই সিরিজ শেষ, মুমিনুল হকরা চাহিদা মেটাতে পারেননি। ব্যতিক্রম ছিলেন তরুণ মাহমুদুল হাসান জয়। দারুণ এক সেঞ্চুরিতে বাংলাদেশকে ড্র এনে দিয়েছেন তিনি। এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নিজেকে দেখছেন এই ডানহাতি ওপেনার? 

দ্বিতীয় ইনিংসে প্রায় চার সেশন ধরে ব্যাটিং করা জয় বল ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে। জানিয়ে দিলেন তার কাজ পারফর্ম করা, তিনি সেটা করে গেছেন, বাকিটা নির্বাচকদের ওপরে। ‘এটা (টেস্ট দলে ডাক পাওয়া) নির্বাচকদের ওপরে, আমার পারফর্ম করা দরকার, আমি পারফর্ম করে গেছি। এটা নির্বাচকদের ব্যাপার।’

উইন্ডিজের দেওয়া ৪৬০ রানের লিডের বিপরীতে খেলতে নেমে বাংলাদেশ ৪ উইকেটে ৩০৬ রান করে দিন শেষ করে। জয় ২৬৮ বল খেলে করেন ১১৪ রান। তার এই লড়াকু ইনিংসে ভর করে বাংলাদেশ পায় স্বস্তির ড্র। এ ছাড়া ফিফটি করেন ইয়াসির আলী রাব্বি (৬৭)। 

সেঞ্চুরি তার আত্মবিশ্বাস বাড়াবে বলে জানিয়ে জয় বলেন, ‘সেঞ্চুরি করলে সবারই ফিলিংস অনেক ভালো থাকে। আত্মবিশ্বাসের জায়গাটা অনেক বেড়ে যায়। আমি অনেক খুশি।’ 

তৃতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে জয় মাঠ ছাড়েন চতুর্থ দিন শেষ করে। সেঞ্চুরির দেখা পান ২২৩ বলে। ব্যাটিং করা চ্যালেঞ্জিং ছিল জানিয়ে জয় বলেন, ‘চতুর্থ দিন সাধারণ উইকেট টার্নিং থাকে। তবু উইকেট ভালোই ছিল। চ্যালেঞ্জিং অবশ্যই। কারণ শেষ দিন ছিল। ওদের মানসম্পন্ন বোলার ছিল।’ 

গত বছরের জুনে সবশেষ দেশের হয়ে টেস্ট খেলেছেন জয়। ছিলেন না সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও। ‘এ’ দলের হয়ে দারুণ এক সেঞ্চুরিতে এবার টেস্টে ফেরার বার্তা দিলেন যেন। দুয়েক দিনের মধ্যে দল ঘোষিত হতে পারে। তখনই দেখা যাবে, জয় ডাক পান কি না। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়