অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ-থ্রিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। শনিবার (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে এই পদক অর্জন করে বাংলাদেশ।
এই ইভেন্টে ভারতকে হারিয়ে সোনা জিতেছে চীন। হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগর এই ইভেন্টে অংশ নেন।
৫-৪ সেট পয়েন্টে হারিয়ে পদক পায় বাংলাদেশ। নির্ধারিত সেট পয়েন্টে ৪-৪ সমতা ছিল। এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তির ছোঁড়ার সুযোগ পান। তাতে বাংলাদেশের স্কোর হয় ২৯ আর অস্ট্রেলিয়ার ২৭।
এদিকে মাত্র ১ পয়েন্টের জন্য কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে সেরা আটে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ হেরে যায় ১৫১-১৫০ স্কোরে। এ বিভাগেবাংলাদেশের হয়ে খেলে নেওয়াজ আহমেদ রাকিব ও শ্যামলী রায়। রোববার দেশে ফিরবেন আর্চাররা।
ঢাকা/ইয়াসিন/রিয়াদ
আরো পড়ুন