ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ ঘণ্টার বাংলাদেশ সফরে কী করবেন মার্টিনেজ?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২ জুলাই ২০২৩   আপডেট: ১৭:৩১, ২ জুলাই ২০২৩
১১ ঘণ্টার বাংলাদেশ সফরে কী করবেন মার্টিনেজ?

৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনের অন্যতম নায়ক ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রেখেছিলেন তিনি।

ফাইনালের অন্তিম মুহূর্তে মুয়ানির শট অবিশ্বাস্যভাবে বাঁ পা বাড়িয়ে ঠেকিয়ে দেন। ওই শটে ফ্রান্স গোল পেলে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর সয়মই পেতো না। মেসির জন্য শিরোপা জেতায় মার্টিনেজের জনপ্রিয়তা এখন তুঙ্গে।

আরো পড়ুন:

বাংলাদেশেও এই গোলরক্ষকের জনপ্রিয়তা অনেক। তা খুব ভালো করেই জানেন মার্টিনেজ। তাইতো নিজ আগ্রহে বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক। সোমবার ভোরে ঢাকায় পা রাখবেন তিনি। ১১ ঘণ্টা বাংলাদেশ সফর করবেন। যেখানে সমর্থক কিংবা পার ভক্তদের সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগই থাকছে না। রাখা হয়নি কোনো মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম।

ঢাকা থেকে কলকাতা যাবেন। তার কেবল কলকাতায় আসার কথা ছিল। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তর সঙ্গে মার্টিনেজের অ্যাস্টন ভিলার মাঠে দেখা হয়। সেখানে কলকাতা আসার কথা হয় দুজনের। নানা গল্প শুনে বাংলাদেশের কথাও আলোচনা হয় দুজনের। মার্টিনেজ নিজ থেকে বাংলাদেশ সফরের আগ্রহ দেখান। এরপর শতদ্রু দত্ত বিশ্বকাপজয়ী ফুটবলারের বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু করেন।

১১ ঘণ্টা বাংলাদেশে সময় দেবেন মার্টিনেজ। আমস্টারডাম থেকে ঢাকায় পৌঁছবেন ভোর ৫টায়। বিমানবন্দরের কাছেই একটি হোটেলে উঠে নেবেন কয়েক ঘণ্টার বিশ্রাম। এরপর বাংলাদেশে তার সফরের স্পন্সর করা প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সট অফিস পরিদর্শন করবেন। এরপর মধ্যাহ্ন ভোজ সারবেন।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে শতদ্রু দত্ত বলেছেন, ‘ব্যস্ত সূচির কারণেই মার্টিনেজ ভোরে এসে বিকেলে চলে যাবেন। এখানে কোনো মিট অ্যান্ড গ্রিট করা সম্ভব হচ্ছে না। আর তাকে শুধুমাত্র ঢাকায় নিয়ে আসা আমার দায়িত্ব। বাকিটা স্পন্সর প্রতিষ্ঠান দেখছে।’

এদিকে ফান্ডেড নেক্সট প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্টিনেজের তাদের অফিসে ভ্রমণের খবরটি নিশ্চিত করেছে, ‘প্রচুর কথোপকথন এবং প্রচুর পরিশ্রমের পর, আমরা সফলভাবে একটি ব্যক্তিগত ইভেন্টের জন্য আমাদের অফিসে মার্টিনেজের সফরের ব্যবস্থা করেছি। আমরা সত্যিই আনন্দিত যে আমরা তাকে আমাদের প্রাঙ্গনে স্বাগত জানাতে পারছি।’

ঢাকায় মার্টিনেজের তেমন কার্যক্রম না থাকলেও কলকাতায় তাকে ঘিরে রয়েছে উন্মাদনা। কলকাতায় পৌঁছে মোহনবাগান ক্লাবের প্রদর্শনী ম্যাচ এবং পরবর্তীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। যে ম্যাচের টিকিট মাত্র দুই ঘণ্টাতেই শেষ হয়েছে। টিকিটগুলো ছিল বিনামূল্যের। এছাড়া মোহনবাগানে পৌঁছে নবনির্মিত ব্রাজিল কিংবদন্তী পেলে, আর্জেন্টাইন কিংবদন্তী ম্যারাডোনা ও সোবার্স গেটের মূর্তি উদ্বোধন করবেন।

পরদিন মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে ‘তাহাদের কথা’ নামে একটি আলোচনাতেও অংশ নেবেন মার্টিনেজ। টিকিট কেটে ওই অনুষ্ঠান দেখতে পাবেন সাধারণ মানুষও। টিকিটের সর্বনিম্ন মূল্য ৪৯৯ টাকা। যা বিক্রি হচ্ছে অনলাইনে।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়