ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গার্দিওলাকে ছাড়া কষ্টে জিতলো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২৭ আগস্ট ২০২৩   আপডেট: ২১:২৭, ২৭ আগস্ট ২০২৩
গার্দিওলাকে ছাড়া কষ্টে জিতলো ম্যানসিটি

কোমরের ব্যথায় ভুগছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। করিয়েছেন অস্ত্রোপচারও। সে কারণে আজ শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষের ম্যাচে ডাগ আউটে দাঁড়াননি তিনি। তার অবর্তমানে শেফিল্ডের বিপক্ষে কষ্টে জিতেছে আকাশি-নীল জার্সিধারীরা। আরলিং হালান্ড ও রদ্রির গোলে পেয়েছে ২-১ ব্যবধানের জয়।

এদিন অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানসিটি। যদিও ৩৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি হালান্ডা। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

আরো পড়ুন:

বিরতির পর ৬৩ মিনিটের মাথায় হালান্ডই গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় জ্যাক গ্রেয়ালিশের ক্রসে হেড দিয়ে জালে জড়ান তিনি। অবশ্য ৮৫ মিনিটে সমতা ফেরান শেফিল্ডের জয়ডেন বোগলি। আর ৮৮ মিনিটের মাথায় রদ্রি গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

লিগে এটা চ্যাম্পিয়ন ম্যানসিটির তৃতীয় জয়। ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে তারা। প্রথম তিন ম্যাচের একটিতেও জয় পায়নি তিন বছর পর প্রিমিয়ার লিগে ফেরা শেফিল্ড। পয়েন্ট টেবিলে তারা আছে ১৭তম অবস্থানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়