ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন প্রথম জাতীয় যুব সাভাতে প্রতিযোগিতা বুধবার শুরু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৩ অক্টোবর ২০২৩  
ওয়ালটন প্রথম জাতীয় যুব সাভাতে প্রতিযোগিতা বুধবার শুরু

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, সাবাতে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র উদ্যোগে বুধবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে, ‘ওয়ালটন প্রথম জাতীয় যুব সাভাতে প্রতিযোগিতা-২০২৩।’

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার (৩ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ প্রেস কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সাভাতে ডেভেলপমেন্ট কমিশন বাংলাদেশের চেয়ারম্যান শিফু দিলদার হাসান দিলু ও বাংলাদেশ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার এবং বিভিন্ন জেলা ও বিভাগীয় দলের হয়ে মোট ৩২৭ জন প্রতিযোগী ও কর্মকর্তা অংশ নেবেন। প্রতিযোগীদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। তারা ২৬টি স্বর্ণ পদকের জন্য লড়াই করবে।

আরও জানানো হয়, সাভাতে খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। এ খেলার ফলাফলও বেশ সন্তোষজনক। বিগত এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশ রানার্স-আপ হয়েছিল। ইরান চ্যাম্পিয়ন হয়। সাভাতে মূলত ফ্রান্সের খেলা। আগামী অলিম্পিকে বাংলাদেশ যদি খেলা সুযোগ লাভ করে তাহলে পদক পাওয়ার ব্যাপারে কাবাডির পর সাভাতে আশাবাদী। ২০১৯ সালে সাভাতে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে।

আগামী ৪ অক্টোবর জাজেস ও খেলোয়াড়দের র‌্যালির মাধ্যমে জাতীয় যুব সাভাতে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে।

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

ঢাকা/বিজয়/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়