ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমসিসি ওয়ার্ল্ড কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৩১, ৪ অক্টোবর ২০২৩
এমসিসি ওয়ার্ল্ড কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গেটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার।

এমসিসি কমিটিতে বেশ আগে থেকেই ছিলেন সাঙ্গাকারা। তার অধীনে এই কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর, জাস্টিন ল্যাঙ্গার, ইয়ন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ এবং রিকি স্কেরিট।

আরো পড়ুন:

এবারই অবশ্য প্রথমবার নয়। এর আগে ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম নন-ব্রিটিশ হিসেবে সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। সেবার দু'বছরের জন্য এই দায়িত্ব অর্পিত হয়েছিল তার কাঁধে। দুই বছর পর স্টিফেন ফ্রাইয়ের কাছে দায়িত্ব ছেড়ে দেন সাঙ্গা।

বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে গড়া এমসিসির এই কমিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষে নানা কাজে সহায়তা করে থাকে। আইসিসির সদস্য দেশগুলোর জন্যও একটি পরিপূরক সংস্থা হিসেবে কাজ করে থাকে এমসিসি।

ক্রিকেট খেলার প্রচলিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যে বছরে অন্তত দুবার বৈঠক করে থাকে এই সংস্থাটি। জানা গেছে, খুব দ্রুতই এমসিসিতে গিয়ে দায়িত্ব বুঝে নেবেন সাঙ্গাকারা। এমসিসি'র বর্তমান সভাপতির দায়িত্বে আছেন মার্ক নিকোলাস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়