ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

আমরা এখনও ঘোরের মধ্যে আছি: কামিন্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২২ নভেম্বর ২০২৩  
আমরা এখনও ঘোরের মধ্যে আছি: কামিন্স

গেল ফেব্রুয়ারি থেকেই দেশের বাইরে অস্ট্রেলিয়া দল। এই সময়ের মধ্যে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। জিতেছে অ্যাশেজ সিরিজও। এরপর খেলতে নেমেছে বিশ্বকাপ। যেখানে শুরুতে তাদের বেশ নড়বড়ে মনে হয়েছিল। হেরেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেয় অজিরা। শেষ পর্যন্ত উঠে যায় ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে দক্ষিণ আফ্রিকারে হারিয়ে নাম লেখায় ফাইনালে। আর শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে বাকরুদ্ধ করে জিতে নেয় রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ।

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া দলের বেশ কিছু খেলোয়াড় আজ বুধবার দেশে ফিরেছেন। সেই তালিকায় আছেন অধিনায়ক প্যাট কামিন্সও। এয়ারপোর্টে নেমে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখনও ঘোরের মধ্যে আছেন, ‘প্রত্যেক আধা ঘণ্টা পর পর মনে পড়ছে যে আমরা মাত্রই একটা বিশ্বকাপ জিতেছি। আর সেটা মনে পড়তেই উচ্ছ্বসিত হচ্ছি। আনন্দে দেহমন নেচে উঠছে। আসলে আমরা এখনও ঘোরের মধ্যে আছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য খুবই কঠিন ও ক্লান্তিকর একটি বছর এটা। তবে সেসব কিছু ছাপিয়ে খুবই দারুণ একটি বছর হয়েছে এটি। আমি মনে করি আমরা আমাদের নিজেদের একটি লিগ্যাসি তৈরি করতে পেরেছি। প্রতি চার বছর অন্তর অন্তর আপনি একটি বিশ্বকাপ খেলার সুযোগ পান এবং সেটা যদি ভারতের মতো কন্ডিশনে হয় তাহলে নিঃসন্দে খুবই কঠিন। এছাড়া ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয় ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা আমাদের জন্য বিশেষ কিছু। আসলে এর চেয়ে ভালো একটি বছর আমরা পরিকল্পনা কিংবা প্রত্যাশা করতে পারি না। আমরা খুবই সন্তুষ্ট।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়