ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বৃষ্টির বাধায় কমেছে ওভার, বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৬ মে ২০২৪   আপডেট: ১৯:৩৫, ৬ মে ২০২৪
বৃষ্টির বাধায় কমেছে ওভার, বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য 

ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি। ১৫ মিনিট দেরিতে খেলা শুরু হলেও পাওয়ার প্লের শেষ বলের আগে নামে ঝুম বৃষ্টি। লম্বা সময় ধরে বৃষ্টির পর খেলা কমে আসে ১৪ ওভারে। তাতে ভারতীয় নারী দল কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। 

সিলেটে সোমবার (৬ মে) টস হেরে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে ভারত। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। সাজানা ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্মৃতি মান্ধানা ও হেমালতা সমান ২২ রান করে আউট হন। ২৪ রান করেন রিচা ঘোষ। 

বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। শেফালি ভার্মাকে ফিরিয়ে দ্বিতীয় ওভারে সাফল্য এনে দেন শরীফা খাতুন। পঞ্চম ওভারে রাবেয়ার বলে বোল্ড হয়ে ফেরেন মান্ধানা। ৫.৫ ওভারে নামে বৃষ্টি। এরপর ওভার কমে আবার খেলা শুরু হয়। এর আগে ৪টার খেলা শুরু হয় ৪টা ১৫ মিনিটে। 

বাংলাদেশের হয়ে সর্বোচ ২টি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান। ১টি উইকেট নেন শরীফা খাতুন। 

পাঁচ ম্যাচের সিরিজের বাংলাদেশ টানা তিনটিতে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে। চতুর্থ টি-টোয়েন্টিতে কী হয় এখন সেটাই দেখার। 

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়