ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

‘যতদিন সম্ভব মেসির খেলা চালিয়ে যাওয়া উচিত’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:০৫, ৩০ নভেম্বর ২০২৩
‘যতদিন সম্ভব মেসির খেলা চালিয়ে যাওয়া উচিত’

লিওনেল মেসির বয়স ৩৬ পেরিয়েছে। কিন্তু এখনো তার ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাকে দেখলেই বোঝা যায় সহসাই হয়তো ফুটবল ছাড়বেন না তিনি। যদিও আন্তর্জাতিক ফুটবল হয়তো ছেড়ে দিতে পারেন। কিন্তু ক্লাব ফুটবল খেলা হয়তো চালিয়ে যাবেন আরও কয়েক বছর।

এদিকে আজ বুধবার লিওনেল মেসির কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন মেসির উচিত যতোদিন সম্ভব খেলা চালিয়ে যাওয়া।

স্কালোনি বলেন, ‘আমরা মেসিকে বলবো যে যতোদিন সম্ভব খেলাটা চালিয়ে যেতে। ইতোমধ্যে প্রমাণ করেছে যে সে থামবার নয়। কেউ হলপ করে বলতে পারবে না যে মেসি অমুক সময়ে থামবে। এটা সত্যিই অবিশ্বাস্য। সে ফুটবল মাঠে থাকতে ভালোবাসে।’

‘আসলে একজন লিওনেল মেসি হওয়া খুবই কঠিন। এখনও দেখেন সে যেখানে যায় সেখানেই মানুষের ভীড় জমে যায়। মাঠে যেখানে বল থাকে, সেখানে সে থাকে। বল পেলেই সে খুশি। খেলতে পারলেই খুশি।’ যোগ করেন তিনি।

২০০৬ সাল থেকে এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৭৮ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ১০৬টি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়