ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

প্রথম সিরিজ জয়ে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৮:০২, ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম সিরিজ জয়ে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে এর আগে ঘরের মাঠে টেস্টে কখনো জয় পায়নি বাংলাদেশ। তবে সিলেটে সেই স্বাদ পায় শান্ত-তাইজুলরা। এবার মিরপুরে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে বাংলাদেশ জয় পেলে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির স্থাপন করবে হাথুরুসিংহের শিষ্যরা।

তবে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাইবে কিউইরা। সেটা যে কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট রক্ষা করার জন্য তা নয়। তারা চাইবে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ না হারার রেকর্ড অক্ষুন্ন রাখতে।

ইশ সোধী অবশ্য ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী, ‘আমাদের এই দলটির একটি বিশেষ দিক হলো ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। সেটা সাফল্যের ক্ষেত্রে হোক কিংবা ব্যর্থতার। যদিও প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানোটা কঠিন কিছুটা। তবে আমি মনে করি আমরা কিছুটা ছন্দ পেয়েছি। বাংলাদেশ প্রথম টেস্টে অবশ্যই ভালো খেলেছে। তবে তারা আমাদেরকে ভালো করার রাস্তাও দেখিয়ে দিয়েছে। বিশেষ করে এই কন্ডিশনে। আশা করি এই ম্যাচে আমরা সেগুলো বাস্তবায়ন করে ভালো কিছু করতে পারবো।’

এদিকে বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে সিলেটে পাওয়া জয় ভুলে আবার শূন্য থেকে শুরু করতে চান, ‘আমাদেরকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমরা এই টেস্টটা এভাবে শুরু করতে চাই যেন সিলেট টেস্ট শুরু করেছি।’

মিরপুরের উইকেট নিঃসন্দেহে স্পিনারদের সহায়তা দিবে। তবে হাথুরুসিংহে এটিকে রহস্যময় বলে উল্লেখ করেছেন। অর্থাৎ কন্ডিশন সম্পর্কে খুব বেশি ধারনা নেই তার। পাশাপাশি এও জানিয়েছেন তার ছেলেরা যেকোনো কন্ডিশনে খেলতে প্রস্তুত, ‘আমাদের তরুণ খেলোয়াড়রা যেকোনো কন্ডিশনে খেলতে প্রস্তুত।’

মিরপুরে বাংলাদেশ সবশেষ ১২টি টেস্টের ৭টিই জিতেছে। জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। এবার কি তাহলে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের পালা? সেটা অবশ্য সময়ই বলে দিবে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ