ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘উইকেট যেমনই হোক, ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:১১, ৬ ডিসেম্বর ২০২৩
‘উইকেট যেমনই হোক, ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ’

শুরু থেকে মাহমুদুল হাসান জয়কে দেখা যাচ্ছিল নড়বড়ে। জাকির হাসানও ছিলেন না সাবলীল। ১০ ওভার পর্যন্ত দুজনে কাটিয়ে দিলেও এরপর যেন পতনের শুরু। এরপর ২৭ বলের ব্যবধানে বাংলাদেশ হারিয়ে ফেলে ৪ উইকেট! 

যথারীতি শুরু হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা। কিন্তু বুধবার (৬ ডিসেম্বর) ম্যাচ শুরুর আগেই স্পিনার তাইজুল ইসলাম বলে দিয়েছেন, উইকেট যেমনই হোক ভালো খেলতে হবে। 

আরো পড়ুন:

ব্রডকাস্টারের সঙ্গে আলাপচারিতায় উইকেট প্রসঙ্গ এলেই তাইজুল বলেন, ‘উইকেট আসলে এমনি দেখলাম, যেটুকু দেখার দেখেছি। আপনি এখনি অনুমান করতে পারবেন না। দিনে দিনে উইকেটের একটা পরিবর্তন আসে। প্রথম দিন এক রকম থাকে, দ্বিতীয় দিন এক রকম থাকে। উইকেট যেমনটাই থাকুক না কেন, আমাদের সবার ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ।’

গতকাল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায় স্পষ্ট ছিল মিরপুরে বাংলাদেশ স্পিন স্বর্গ বানিয়েই খেলবে! হাথুরুসিংহে বলেছিলেন, কম্বিনেশন গড়া হবে পিচ কন্ডিশন, বাংলাদেশের শক্তি আর নিউ জিল্যান্ডের দুর্বলতাকে ভাবনায় নিয়ে। ঠিক তাই হলো, তিন স্পিনার আর এক পেসার নিয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠ নামে বাংলাদেশ। 

প্রথম ঘণ্টা না পেরোতেই  অ্যাজাজ প্যাটেল-মিচেল স্যান্টনারের ঘূর্ণি যাদুতে চোখে সর্ষে ফুল দেখছেন স্বাগতিক ব্যাটাররা। জয় (১৪) ও জাকির (৮) আউটের পর ফিরে যান দুই নির্ভরযোগ্য ব্যাটার মুমিনুল হক (৫)-নাজমুল হোসেন শান্ত (৯)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিজ্ঞ মুশফিক ক্রিজে লড়ছেন নবাগত শাহাদাত হোসেন দিপুকে নিয়ে। 

সিলেটের মতো মিরপুরে কি কিউইদের হারাতে পারবে বাংলাদেশ? সিলেট টেস্টের নায়ক তাইজুল এমন প্রশ্নের মুখোমুখি হয়ে বলেছেন, সিলেটের মতো হতে হবে এমন কিছু না, তবে ভালো খেলতে হবে। 

‘অবশ্যই খেলোয়াড় হিসেবে ভালো কিছু করার জন্য নজর থাকে। কিন্তু সিলেটে যা হয়েছে তা যে আবার হবে তেমন কিছু না। আমাদের প্রচেষ্টা ঠিক রাখতে হবে। আমি আছি, নাঈম আছি যারা আছে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ’-বলেছেন তাইজুল। 

ঢাকা টেস্টের প্রথম ঘণ্টায় যেভাবে স্পিনারদের রাজত্ব চলছে, এই টেস্টেও বাংলাদেশ তাকিয়ে থাকবে তাইজুলদের দিকেই!

ঢাকা/রিয়াদ/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়