ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ফাইনালের মাঠ ভালো না’-অভিযোগ টুর্নামেন্ট সেরা রাকিবের

ক্রীড়া প্রতিবেদক, গোপালগঞ্জ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:১৬, ১৮ ডিসেম্বর ২০২৩
‘ফাইনালের মাঠ ভালো না’-অভিযোগ টুর্নামেন্ট সেরা রাকিবের

দশ জনের দলে পরিণত হতেই বসুন্ধরার জালে মোহামেডানের গোল।  তবে পিছিয়ে পড়েও দমে যায়নি দলটি। ত্রাতা হয়ে আসেন রাকিব হোসেন। বা পায়ের অসাধারণ শটে সমতা টানেন বাংলাদেশী তারকা। এরপরের গল্পটা সবারই জানা। 

আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম্যান্স করে স্বাধীনতা কাপের টুর্নামেন্ট সেরার খেতাবও জিতেছেন রাকিব। তবে ফাইনালের ভেন্যু নিয়ে বেশ আক্ষেপ ঝরেছে এই তরুণের কণ্ঠে। গোপালগণজের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বসুন্ধরার এই তারকা খেলোয়াড়।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় রাকিব বলেন, 'রেফারিং নিয়ে কিছু বলার নেই। তবে মাঠটা তেমন ভালো না। আরও ভালো হতে পারে। মাঠের আরও পরিচর্যা করলে সামনে আরও ভালো খেলা সম্ভব।’

মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা। রাকিবের গোলে সমতার পর ডোরিয়েলটনের গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশের সেরা দলটি। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন সানডে।

দ্বিতীয়ার্ধর শুরুতে বসুন্ধরা পরিণত হয় ১০ জনের দলে। কিন্তু মাঠের খেলায় সেটি বুঝতেই দেননি কিংসের ফুটবলাররা। পিছিয়ে পড়েও দুই গোল দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি।

এই নিয়ে উচ্ছ্বাসিত রাকিব বলেন, ‘ফাইনাল ম্যাচে গোল করাটা ভাগ্যের ব্যাপার। আমি সমতাসূচক গোলটি করতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে। এই রকম বড় ম্যাচে দশ জনের দল নিয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলা কঠিন। আমরা ১১ জন নিয়ে যেভাবে খেলেছি ১০ জন নিয়েও সেভাবেই খেলেছি।’

বিপদের মুহূর্তে গোল করে দলের জয়ে অবদানই রাখেননি শুধু, এনেছেন সমতা। সামনেও এমন খেলার প্রত্যয় জানালেন রাকিব, ‘দশটা দল ছিল আসরে। লোকাল খোলোয়াড় এবং বিদেশী খেলোয়াড় ছিল। এত খেলোয়াড়ের ভীড়ে আমি সেরা খেলোয়াড় হয়েছি এটা বাড়তি প্রেরণা দিচ্ছে। আগামীতে আরও দুটি টুর্নামেন্ট রয়েছে। সেখানে আরও ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছি।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়