ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ফিলিপসের দুর্দান্ত বোলিংয়ের পর চ্যালেঞ্জের মুখে নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২ মার্চ ২০২৪   আপডেট: ১৪:১৮, ২ মার্চ ২০২৪
ফিলিপসের দুর্দান্ত বোলিংয়ের পর চ্যালেঞ্জের মুখে নিউ জিল্যান্ড

আগের ইনিংসেই নিউ জিল্যান্ডকে খাবি খাইয়েছিলেন নাথান লায়ন। সেটা দেখে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে গ্লেন ফিলিপসকে নিয়ে বাজি ধরেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। সেটা কাজে দিয়েছে বেশ। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ফিলিপস। তাতে অস্ট্রেলিয়া দুইশোর আগে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে চ্যালেঞ্জের মুখে পড়েছে কিউইরা।

ওয়েলিংটনে প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিন ও জশ জ্যাজেলউডের কল্যাণে প্রথম ইনিংসে ৩৮৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৯ রানে। তবে বড় লিড নিয়েই স্বস্তি পায়নি অস্ট্রেলিয়া। 

দ্বিতীয় ইনিংসে ফিলিপসের ঘূর্ণিতে অস্ট্রেলিয়া করতে পারে ১৬৪। তাতে নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। জিততে হলে তাদেরকে করতে হবে আরও ২৫৮ রান, হাতে আছে ৭ উইকেট। ৩ উইকেট হারিয়ে ১১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টিম সাউদির দল।

লক্ষ্যটা ছুঁতে হলে ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার পাশাপাশি নিজেদের ইতিহাসেও রেকর্ড লক্ষ্য তাড়া করতে হবে নিউ জিল্যান্ডকে। ঘরের মাঠে নিউ জিল্যান্ড সর্বোচ্চ ৩২৪ রান তাড়া করে টেস্ট জিতেছে ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে।

১৩ রানে ২ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া দলীয় ফিফটির পর হারায় তৃতীয় উইকেট। নাইটওয়াচ ম্যান নাথান লায়ন ওয়ানডে স্টাইলে রান তুলে বিদায় নেন ৪১ রান করে।  এরপর উসমান খাজাও (২৮) বিদায় নিলে বিপর্যয়ে পড়ে অজিরা। 

সেখান থেকে ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেডের ব্যাটে ভর করে কোনো মতে দেড়শ পার করে অস্ট্রেলিয়া। গ্রিন ৩৪ ও হেড ২৯ রান করেন। এছাড়া দুই অঙ্কের কোটা পূরণ করেন মিচেল স্টার্ক। এই পেসার করেন ১২ রান। 

নিউ জিল্যান্ডের পক্ষে ফিলিপস দখল করেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ২ উইকেট ঝুলিতে পুরেন অধিনায়ক টিম সাউদি। 

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৫ রানের মাথায় টম লাথামকে হারায় নিউ জিল্যান্ড। আলেক্স ক্যারির হাতে ধরা খাইয়ে তাকে বিদায় করেন লায়ন। এরপর উইল ইয়াং ও কেন উইলুয়ামসনও বেশিক্ষণ টিকতে পারেননি। হেড ও লায়নের স্পিনে ধরা খান এ দুজন। 

তাতেই দিনের শেষভাগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। এখন তাদের সামনে চ্যালেঞ্জ।  আগামীকাল সকালে ড্যারিল মিচেলকে নিয়ে ব্যাটিং করতে নামবেন রাচীন রবীন্দ্র।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
অস্ট্রেলিয়া: ৩৮৩ ও ৫১.১ ওভারে ১৬৪ (লায়ন ৪১, গ্রিন ৩৪, হেড ২৯, খাজা ২৮; ফিলিপস ৫/৪৫, হেনরি ৩/৩৬, সাউদি ২/৪৬)
নিউজিল্যান্ড: ১৭৯ ও ৪১ ওভারে ১১১/৩ (রবীন্দ্র ৫৬*, ইয়াং ১৫, মিচেল ১২*; লায়ন ২/২৭, হেড ১/১০)

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ