ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব চান বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৩০ মার্চ ২০২৪  
তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব চান বাবর

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেই গুঞ্জনটা শোনা গিয়েছিল। পিএসএল শেষে সেটা আরও জোরালো হলো। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দলের অধিনায়কত্ব আবার বাবর আজমকে দেওয়া হচ্ছে।

এবার জানা গেল, কেবল টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে নয়; তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক করতে বোর্ডকে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

তবে বিষয়টি স্বীকার করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসীন নাকভি। তিনি বলেছেন, ‘আসলে আমি জানিই না যে কে অধিনায়ক হতে যাচ্ছে। শাহীনই কি বহাল থাকবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে সেটা নির্ধারণ হবে মূলত ফিটনেস ক্যাম্পের পর। বেশ কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো বিবেচনায় রাখতে হবে। আমরা আসলে দীর্ঘমেয়াদি সমাধান চাই।’

এর আগে বাবরের নেতৃত্বে পাকিস্তান পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে। কিন্তু একটিরও শিরোপা জিততে পারেনি। সেগুলো হলো- ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ এশিয়া কাপ, ২০২৩ এশিয়া কাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সুবিধা করতে না পারার পর অধিনায়কের পদ ছেড়ে দেন বাবর আজম। এরপর শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টির ও শান মাসুদকে টেস্টের অধিনায়ক করা হয়। কিন্তু তাদের নেতৃত্বে দুই সিরিজে সুবিধা করতে পারেনি পাকিস্তান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়