ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

শিবমের ঝড়ো ইনিংসের পরও চেন্নাইয়ের মাঝারি সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৫ এপ্রিল ২০২৪  
শিবমের ঝড়ো ইনিংসের পরও চেন্নাইয়ের মাঝারি সংগ্রহ

শুরুটা দেখে মনে হচ্ছিল, বড় রান তুলবে চেন্নাই সুপার কিংস। কিন্তু মাঝারি রানেই থেমে যেতে হলো তাদের। শিবম দুবের ঝড়ো ইনিংসের পরও ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি তুলতে পারলো না পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতেই রাচিন রবীন্দ্রকে তুলে নেন ভুবনেশ্বর কুমার। ৯ বলে ১২ রান করেন তিনি। ক্রিজে এসেই বিদায় নেন ঋতুরাজ গায়কোয়াড। তিনি ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান।

দুই ওপেনারকে হারানোর পরও দলকে বড় সংগ্রহের পথে রেখেছিলেন অজিঙ্কা রাহানে। উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেন শিবম দুবে। তবে ৪৫ রানের মাথায় বিদায় নেন দুবে। রাহানে ৩০ বলে ৩৫ রান করেন।

শেষের দিকে ২৩ বলে ৩১ রান করেন রবীন্দ্র জাদেজা। ১১ নলে ১৩ রানের মন্থর ইনিংস খেলেন ড্যারিল মিচেল। সানরাইজার্সের পক্ষে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, নাটারজন, কামিন্স, শাহবাজ আহমেদ ও উনাদকাট।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়