ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘তারা’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১৮ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:৩৫, ১৮ এপ্রিল ২০২৪
প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘তারা’

জাতীয় দলে একটা সময়ে লম্বা সময় খেলেছেন মোহাম্মদ মিঠুন। তিন ফরম্যাটেই সুযোগ পেয়েছেন। অভিজ্ঞতার ঝুলি বেশ। জাতীয় দলের আগে পরে ‘এ’ দলের হয়ে খেলেছেন। বিসিবির পরিকল্পনায় থেকে ছিলেন বাংলা টাইগার্সের প্রোগামেও। ধরে নেওয়া হয়, দীর্ঘ অভিজ্ঞতা তারা ছড়িয়ে দেবেন ঘরোয়া ক্রিকেটে। পারফরম্যান্সের ফুলঝুরি ছুটাবেন। প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধনে সেতু তৈরি করবেন।

কিন্তু মোহাম্মদ মিঠুনের এবারের পারফরম্যান্স এতোটাই হতশ্রী যে, তিনি যে খেলছেন লিগে তা ভুলে গেছেন অনেকেই! প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এবারের ঢাকা লিগ খেলছেন মিঠুন। যেখানে ১০ ম্যাচে তার কেবল ১৬৮। গড় রান ১৫.৩৬। ফিফটি ছোঁয়া ইনিংস কেবল একটি। বাকিগুলোতে স্রেফ আসা-যাওয়া। শুধু মিঠুনই নন এবারের লিগে আরও অনেকের ওপর প্রত্যাশা করেছিল ক্লাবগুলো। সেভাবে পারফর্ম করে পারেনি অনেকেই। তার মধ্যে মিঠুনের দলের জাকির হাসানের নামটাও আসবে। যার ৬ ম্যাচে রান কেবল ১৯৭।

আরো পড়ুন:

শিরোপার সবচেয়ে বড় দাবিদার আফিফ হোসেন ধ্রুবও পারেননি নিজেকে সেভাবে মেলে ধরতে। ৮ ইনিংসে রান কেবল ১৯০। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম ৮ ম্যাচ খেলে করেছেন ১৭৬ রান। ওপেনিংয়ে নেমে ইনিংস লম্বা করার বড় সুযোগ হাতছাড়া করেছেন শাইনপুকুরের এই ওপেনার। মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়ক ইমরুল কায়েসের ওপর ভরসা করেছিল বেশি। বাঁহাতি ওপেনারের পারফরম্যান্সও গড়পড়তা। ১০ ইনিংসে রান কেবল ২১৮।

মোহামেডানের আরেক ওপেনার রনি তালুকদার ১০ ইনিংসে ২৪০ রান করেছেন। এছাড়া শুভাগত হোম ৮ ইনিংসে ৬১, মুমিনুল হক ৫ ইনিংসে ৫৯, নাঈম ইসলাম ৬ ইনিংসে ৭৫ রান করেছেন।  তরুণদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন এবার রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলেছেন। তেমন ভালো করতে পারেননি ১০ ইনিংসে রান ২৩৮। যুব দল পেরিয়ে আসা আশিকুর রহমান শিবলি গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে ১১ ইনিংসে কেবল ২৩৩ রান করেছেন। লিগে এখন পর্যন্ত তিন’শর বেশি রান করেছেন ষোলোজন। তালিকার সবশেষে অবস্থান ইয়াসির আলী রাব্বীর। ১১ ইনিংসে শেখ জামালের মিডল অর্ডার ব্যাটসম্যান ৩০০ রানই করেছেন।

প্রাইম ব্যাংকের ওপেনার পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৮৫ রান করেছেন। এরপর আছেন আবাহনীর নাঈম শেখ (৪৬৯) ও মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন (৪৫৩)। সেরা পাঁচের পরের দুইটি জায়গা দখল করে রেখেছেন সাইফ হাসান ও তামিম ইকবাল। দুজনই ১১ ইনিংসে ৪২৪ রান করেছেন।

মিঠুন, জাকিরদের সামনে সুযোগ আছে সুপার লিগে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার। শুরুটা তারা ভালো করতে পারেনি শেষটা যদি রাঙাতে পারে তাহলে বলার মতো কিছু থাকবে। অন্যদিকে ইমন, অঙ্কন, নাঈমদের সুযোগ নিজেদের ছাড়িয়ে অনন্য কিছু করার। সুপার লিগের পাঁচ রাউন্ডের ম্যাচে তারা কতটা দ্যুতি ছড়াতে পারেন সেটাই দেখার।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়