ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রক্তাক্ত নাক’ নিয়েও কেন হলুদ কার্ড দেখলেন এমবাপ্পে 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ১৮ জুন ২০২৪   আপডেট: ১৬:৩২, ১৮ জুন ২০২৪
‘রক্তাক্ত নাক’ নিয়েও কেন হলুদ কার্ড দেখলেন এমবাপ্পে 

ম্যাচ শেষ দিকে। অপেক্ষা শেষ বাঁশি বাজার। এমন মুহূর্তে হেড দিতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ হয় কিলিয়ান এমবাপ্পের। দানসোর কাঁধের সঙ্গে এই সংঘর্ষে ফরাসি তারকার নাক ফেটে যায়।

এরপরেই অদ্ভুত ঘটনার সাক্ষী হয় ইউরো ২০২৪। রক্তাক্ত নাক নিয়ে এমবাপ্পে মাঠে পড়ে থাকেন কয়েক মিনিট। দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। এরপর মাঠ থেকে বেরোতে গিয়েও আবার মাঠে ফিরে বসে পড়েন এমবাপ্পে। তার এমন কাণ্ডে রেফারি হলুদ কার্ড দেখান।

আরো পড়ুন:

এমবাপ্পেকে তুলে নেওয়া হলে তার বদলি হিসেবে নামেন সতীর্থ অলিভার জিরুড। গ্রুপ ডি থেকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় ফ্রান্স।

জয়ে শুরু হলেও এমবাপ্পের জন্য দিনটি ভালো ছিল না। হাতছাড়া করেছেন নিশ্চিত সুযোগ। তবে শেষ পর্যন্ত তার সহায়তা থেকে পাওয়া আত্মঘাতী গোলে জয়র হাসি হাসে ফরাসিরা।

৩৮ মিনিটে ডি বক্সের ডান দিকে এমবাপ্পের ক্রস ঠেকাতে গিয়ে উলটো নিজেদের জালে জড়ান ম্যাক্সিমিলান ওবর। এরপর দুই দলই নানা সুযোগ পায় কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়