ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক বছরে তিন ফাইনালের রহস্য উন্মোচন করলেন দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৯, ২৯ জুন ২০২৪   আপডেট: ০০:১১, ২৯ জুন ২০২৪
এক বছরে তিন ফাইনালের রহস্য উন্মোচন করলেন দ্রাবিড়

এক বছরের ব্যবধানে তৃতীয় কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে ভারত। গত জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এবার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির লড়াই।

বছরের ব্যবধানে ক্রিকেটের তিন সংস্করণের তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে সমান ধারাবাহিকতা ধরে রাখে ভারত। টেস্ট ও ওয়ানডে ফাইনালে হেরেছে ভারত, এবার টি-টোয়েন্টির ট্রফি নিজেদের করে রাখার পালা।

আরো পড়ুন:

সাফল্যের ধারাবাহিকতা নিয়ে টি-টোয়েন্টির ফাইনালের লড়াইয়ের আগে প্রশ্নের মুখোমুখি হন ভারত কোচ রাহুল দ্রাবিড়, ‘হ্যাঁ অবশ্যই, আমি মনে করি এটা ভালো যে আমরা ধারাবাহিক এবং ভালো ক্রিকেট খেলছি। অনেক বছর ধরে, বিশেষ করে গত বছর, যেমন আপনি বলেছিলেন, তিনটি ফরম্যাটেই এক নম্বর হওয়া, ফাইনালে খেলা একটি ভাল জিনিস।‘ 

‘এটার কৃতিত্ব প্রাপ্য ছেলেদের। অনেক ছেলে যারা টেস্ট ক্রিকেটার, যারা আমাদের ওয়ানডে খেলোয়াড় এবং আমাদের টি-টোয়েন্টি খেলোয়াড়ও। সুতরাং, ভারতীয় ক্রিকেট অনেক ধারাবাহিকতা দেখিয়েছে এবং এটা খুবই আনন্দের বিষয়।’ 

আগের দুটিতে প্রতিপক্ষ ছিল ভারত আর এবার প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। ভারতীয় কোচ মনে করেন সেরা দুটি দল ফাইনালে উঠেছে এবং দারুণ একটি ম্যাচ হবে।

‘দুটি ভাল দল, দুটি দল আমি মনে করি যে সবাই একমত হবেন যে সম্ভবত এই টুর্নামেন্টের শীর্ষ দুটি দল আমার মনে হয় এই টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলেছে, দক্ষিণ আফ্রিকা এবং ভারত উভয়ই। সুতরাং, দুই দলের জন্যই প্রাপ্য এই ফাইনাল এবং আশা করি এটি দুর্দান্ত একটি ক্রিকেট ম্যাচ হবো এবং আশা করি আমরা সঠিক দিক থেকে থাকবো।’

বার্বাডোজে আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ট্রফি পাবে নাকি প্রথমবারেই বাজিমাত করবে আফ্রিকা বলে দেবে সময়। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়