ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে জয়াসুরিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ৭ জুলাই ২০২৪  
শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে জয়াসুরিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। এরপর থেকেই লঙ্কানদের প্রধান কোচের চেয়ার ফাঁকা। আসন্ন ভারত ও ইংল্যান্ড সফরে সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়াকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট(এসএলসি)। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শকের ভূমিকায় ছিলেন জয়াসুরিয়া। এর আগে শ্রীলঙ্কার হাইপারফরম্যান্স দলের সাথে কাজ করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। অন্তবর্তীকালীন কোচ হিসেবে সাফল্য পেলে হয়তো তাকে পূর্ণ মেয়াদে নিয়োগ দেবে লঙ্কান বোর্ড।

আরো পড়ুন:

কোচ হিসেবে জয়াসুরিয়ার কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম। এর আগে সিনিয়র দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। অবশ্য ক্রিকেটীয় ক্যারিয়ারে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ব্যাট হাতে লঙ্কানদের হয়ে করেছেন ২১ হাজারেরও বেশি রান, বল হাতে শিকার করেছেন ৪৪০ উইকেট।

চলতি মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে ভারত। ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হবে জয়াসুরিয়ার নতুন দায়িত্ব। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর তিন টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে লঙ্কানরা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়