ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

এমবাপ্পে ফ্রান্সের হয়ে যথেষ্ট ইতিহাস গড়েছে: দেশম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ৭ জুলাই ২০২৪  
এমবাপ্পে ফ্রান্সের হয়ে যথেষ্ট ইতিহাস গড়েছে: দেশম

ইউরোর এবারের আসরে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। চার ম্যাচ খেলে তিনি গোল করেছেন মাত্র ১টি। তাও পেনাল্টি থেকে। বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার ইউরো ভুগছেন গোল খরায়। তাইতো সমালোচনার শিকার হচ্ছেন ফ্রান্সের অধিনায়ক। কিন্তু শিষ্যের সমালোচনায় তার পাশে দাঁড়িয়েছেন কোচ দিদিয়ের দেশম।

সমালোচকদের উদ্দেশ্য করে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘আপনাদের কি মনে হয় না এমবাপ্পে ইতোমধ্যে ফ্রান্সের হয়ে যথেষ্ট ইতিহাস গড়েছে? এ পর্যন্ত সে যা কিছু করেছে সেটা কি যথেষ্ট নয়? অবশ্যই সে এর চেয়ে আরও বেশি ইতিহাস গড়তে চায় জাতীয় দলের হয়ে। তাকে দলে পেতে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। বিশেষ করে মেডিকেল স্টাফদের নিয়ে। ইউরোর প্রস্তুতির সময় তার কিছুটা পিঠের সমস্যা ছিল। তারপরও কিন্তু সে জাতীয় দলের হয়ে খেলতে জার্মানিতে চলে এসেছে।’

এমবাপ্পে ইউরোর শুরুতেই নাকের ইনজুরিতে পড়েন। এরপর নাকে বিশেষ মাস্ক পরে খেলেন। পুরোপুরি ফিট না হয়েও যদি এমবাপ্পে খেলে তাহলে সেটা প্রতিপক্ষের জন্য আলাদা চাপ তৈরি করে। এ বিষয়ে দেশম বলেছেন, ‘সে যদি শতভাগ ফিট নাও হয়, তারপর যদি সে খেলে তাহলে প্রতিপক্ষের তাকে নিয়ে গলদঘর্ম হতে হয়। পরিস্থিতি সামাল দিতে নানাভাবে ভাবতে হয়।’

ইউরোর সেমিফাইনালে মঙ্গলবার দিবাগত রাতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়