ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে স্পেনকে পেল মরক্কো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১১:২৫, ৩ আগস্ট ২০২৪
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে স্পেনকে পেল মরক্কো

কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছিল মরক্কো। তাদের পাইপলাইন যে কতোটা শক্তিশালী প্যারিস অলিম্পিকে এসে সেটাও দেখিয়ে দিচ্ছে আফ্রিকার দলটি। দুর্দান্ত খেলা উপহার দিয়ে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে তারা পৌছে গেছে সেমিফাইনালে। শেষ চারে তাদের প্রতিপক্ষ স্পেন।

শুক্রবার (২ আগস্ট) ক্লাব পিএসজির স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মরক্কো। দলের হয়ে ২৯তম মিনিটে প্রথম গোলের খাতা খোলেন সুফিয়ানে রাহিমি। এরপর একে একে গোলদাতার তালিকায় নাম লেখান ইলিয়াস আখোম্যাস, আশরাফ হাকিমি ও এল মেহেদি।

আরো পড়ুন:

সেমিফাইনাল মরক্কোর জন্য মোটেও সহজ হবে না। কেননা তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ইউরোপের সেরা দল স্পেন। অন্য কোয়ার্টার ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে এশিয়ার দল জাপানকে।

স্পেন দলে প্রতিভার ছড়াছড়ি। এই দলে বেশিরভাগ খেলোয়াড়ই লা লিগার ক্লাবগুলোতে খেলেন। শেষ আটেও তাদের ঝলক দেখা গেল। স্পেনের জয়ের নায়ক ফের্মিন লোপেস, দুটি গোল করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। অন্য গোলটি করেন জিরোনার ফরোয়ার্ড আবেল রুইস।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়