ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

পিসিবির লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৩ আগস্ট ২০২৪  
পিসিবির লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন ওয়াসিম আকরাম

সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে লোভনীয় এক চাকরির প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পদটা প্রধান নির্বাহীর (সিইও) অথবা চেয়ারম্যানের উপদেষ্টা। কিন্তু ওয়াসিম সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, তার অন্যান্য কাজ থাকায় পূর্ণকালিন তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না।

পিসিবি প্রধান মোহসীন নাকভি স্বরাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। সে কারণে বেশি সময় দিতে পারেন না পিসিবিতে। বিষয়টি নিয়ে সমালোচনারও শিকার হন তিনি। সে কারণেই প্রধান নির্বাহী কিংবা তার উপদেষ্টা হিসেবে সাবেক এমন একজন ক্রিকেটারকে নিয়োগ দিতে চাচ্ছিলেন যিনি সব সামলে নিতে পারবেন। সেক্ষেত্রে ওয়াসিমকে তিনি পছন্দ করেছিলেন। কিন্তু তার প্রস্তাব রাখতে পারলেন না সুলতান অব সুইং।

আকরাম করাচিতে বসবাস করেন। তিনি লাহোরে স্থানান্তরিত হতে পারবেন না। তার ওপর পারিবারিক কারণে নিয়মিত অস্ট্রেলিয়াতে যাতায়াত করেন। এছাড়া ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্য কাজও করেন তিনি। সে কারণে তিনি পূর্ণকালিন সময় দিতে পারবেন না পিসিবিকে। তবে ওয়াসিম জানিয়েছেন বিনা বেতনেই তিনি পিসিবি’র যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়