ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় টেস্টে ভারতের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৪
দ্বিতীয় টেস্টে ভারতের দল ঘোষণা

চীপক টেস্ট ২৮০ রানের বড় ব্যবধানে রোববার (২২ সেপ্টেম্বর) জিতে নিয়েছে ভারত। শুক্রবার থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে আজই এই টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

এক প্রেস রিলিজের মাধ্যমে সেটি নিশ্চিত করে বিসিসিআই। সেখানে লেখা ছিল, ‘পুরুষ দলের নির্বাচক কমিটি বাংলাদেশের বিপক্ষের দ্বিতীয় টেস্টের দল একই রেখেছে। দ্বিতীয় টেস্ট কানপুরে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।’

আরো পড়ুন:

ধারনা করা হচ্ছিল লোকেশ রাহুলকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হবে না। বিশেষ করে চীপক টেস্টে তার পারফরম্যান্স বিবেচনায়। কিন্তু নির্বাচক কমিটি তাকে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তার জায়গায় দ্বিতীয় টেস্টের একাদশে সরফরাজ খান আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।

কানপুর টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ ও যশ দয়াল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়