ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবকে সংবর্ধনা দেবে ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন 

ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪
সাকিবকে সংবর্ধনা দেবে ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন 

সাকিব আল হাসানকে সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। কানপুর টেস্ট শুরুর আগের দিন টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর সংবর্ধনার বিষয়টি জানায় ইউপিসিএ।

সাকিবের সংবর্ধনা দিতে পারলে উত্তর প্রদেশ ক্রিকেটও সম্মানিত বোধ করবে বলে জানান সাধারণ সম্পাদম আরভিন্দ কুমার শ্রীভাস্তভা। তিনি বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলবো। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালো মতো বিদায় দেওয়ার চেষ্টা করবো।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘সাকিবকে সম্মাননা দেওয়া সম্মানের বিষয় , তিনি অনেক বড় ক্রিকেটার, অনেক জনপ্রিয়। আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে। সাকিব আল হাসানও এখানে এসেছেন। এটা আসলে আমাদের জন্যও সম্মানের বিষয়।’

এর আগে অবসরের ঘোষণা দিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় এটাই সঠিক সময় মুভ অন করার জন্য, নতুনদের আসার সুযোগ করে দেওয়ার জন্য। একইসাথে টি-টোয়েন্টিতেও আমার একই ধরনের চিন্তা। বোর্ডের সবার সাথেও কথা হয়েছে। এটাই সেরা সময় টি-টোয়েন্টি থেকেও আমি মুভ অন করার।’ 

/কানপুর/রিয়াদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়